Murshidabad News:জঙ্গিপুরে আবারো ভাগীরথী ব্রীজের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের

Newsbazar24: মুর্শিদাবাদের জঙ্গিপুরে ভাগীরথী ব্রিজের উপর দিয়ে ঝাঁপ দিয়ে এক যুবকের আত্মহত্যার চেষ্টা। স্থানীয় লোকজনের তৎপরতায় ওই যুবককে তড়িঘড়ি জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কি কারনে এই ঘটনা সেটা এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জঙ্গিপুর হরিজন পাড়ার বাসিন্দা ওই যুবক। তার নাম ছোট্টু কর্মকার বয়স আনুমানিক ৪০। সোমবার রাত প্রায় সাড়ে নটার সময় হঠাৎ করেই ব্রিজ থেকে ঝাঁপ দেয় ওই যুবক। তার আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং জঙ্গিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কি কারণে এমন ঘটনা তা এখনো জানা যায়নি। স্থানীয় মানুষজনের অভিযোগ জঙ্গিপুরে ভাগীরথীর উপর এই ব্রিজ থেকে লাগাতার ঝাপের ঘটনা ঘটে চলেছে তবুও প্রশাসনের কোন হেলদোল নেই। জঙ্গিপুরবাসীর আবেদন যে ব্রিজের ওপর জাল লাগিয়ে দিলে অনেকটাই এই ঝাপের প্রবণতা কমবে এবং প্রাণে বেঁচে যাবে অনেকেই।

এরকম আরো খবর পেতে সাবস্ক্রাইব করুন