Newsbazar24: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ ভারতীয় সেনার দুই উচ্চপদস্থ আধিকারিক ও জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। মৃতরা হলেন কর্নেল মনপ্রীত্ সিংহ, মেজর আশিস ডোনচাক এবং ডিএসপি হুমায়ুন ভট্ট।
সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে অনন্তনাগের গাড়োল এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে। বুধবার সকাল থেকে ওই জঙ্গিদের সঙ্গেই নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়। চলতে থাকে অবিরত গুলির লড়াই।
এই অভিযানের নেতৃত্বে ছিলেন কর্নেল সিংহ ও মেজর
আশিস ডোনচাক এবং ডিএসপি হুমায়ুন ভট্ট।
কোকারনাগ এলাকায় গুলিবিদ্ধ হন দুই সেনাকর্তা এবং পুলিশকর্তা-সহ বেশ কয়েক জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।কিন্তু শেষরক্ষা হয়নি। গুরুতর জখম ২ সেনা আধিকারিক এবং পুলিশ অফিসারের মৃত্যু হয়। যদিও নিরাপত্তাবাহিনীর পালটা গুলিতে ২ জেহাদি নিকেশ হয়েছে বলে খবর।
এই হত্যার দায় স্বীকার করেছে একটি জঙ্গিগোষ্ঠী। তারা লস্কর-ই-তইবার অনুমোদিত বলে জানা গেছে। জঙ্গিদের খোঁজে এলাকায় এখনও তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।