midapur news: নয়ানজুলিতে পড়ল বাস, মৃত এক, জখম অন্তত ৩৮ জন

news bazar24:
২১ শে জুলাইয়ে ধর্মতলায় সমাবেশ শেষ হওয়ার পর পুরুলিয়ায় ফেরার পথে সমর্থকদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর খড়গপুর থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর।

এই ঘটনার ফলে মৃত্যু হয়েছে একজনের, সাথে জখম হয়েছেন প্রায় ৫১ জন। খবর সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বিকাশ টুডু বয়স ২৮। যে ৫১ জন জখম হয়েছেন তাদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

এই বিষয়ে জেলা মুখ্য শাস্ত্র আধিকারিক সৌম্যশঙ্কর ষরঙ্গি জানান,” মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।” বাসে থাকা তৃণমূল কর্মীদের দাবি, এই বাসটি ফিরছিল পুরুলিয়ার বান্দোয়ানী। দ্রুত গতিতে চলছিল, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়।

ঘটনাস্থলে খড়গপুর থানার পুলিশ এখানে পৌঁছান। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী। এই বিষয়কে কেন্দ্র করে নির্মাল্য জানান,” পুরুলিয়ার পথে বাসটি যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে, যার ফলে প্রায় ৫১ জন তাদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।”