Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

Manipur : বিজেপি নেতাকে গুলি করে খুন আত্মসমর্পণ করলো মূল অভিযুক্ত

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24: মণিপুরে বিজেপি নেতাকে গুলি করে খুন আত্মসমর্পণ করলো মূল অভিযুক্ত। উদ্ধার হয়েছে খুনের কাজে ব্যবহার করা অস্ত্রও। তবে খুনের ঘটনায় যুক্ত আরও একজনকে গ্রেপ্তার করেছে মনিপুর থৌবল জেলার পুলিশ।      মণিপুরে বিজেপি  নেতা লাইশরাম রামেশ্বর সিংকে তাঁর নিজের বাড়ির সামনেই গুলি করে খুন করা হয় গতকাল মঙ্গলবার সকালে ।

 থৌবলের SP জানান, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ একটি গাড়িতে লাইশরামের ক্ষেত্রী লেইকাই এলাকার বাড়ির সামনে দাড়িয়ে অপেক্ষা করতে থাকে দুই ব্যাক্তি।  লাইশরাম  বাড়ির বাইরে আসলেই দুষ্কৃতীরা লাইশরামকে নিশানা করে গুলি চালাতে থাকে।

 বুকে গুলি লাগে বিজেপি নেতার। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।এরপর হাসপাতালে নিয়ে গেলে বিজেপি নেতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  জানাগেছে  দুষ্কৃতীরা যে গাড়িতে এসেছিল  সেই গাড়ির কোন নম্বর প্লেট ছিল না ।

ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। নওরেম রিকি পয়েন্টিং সিং নামে গাড়ির চালককে  গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আয়েকপাম কেশোরজিৎ নামে এক ব্যক্তির খোঁজ পাওয়া যায়। ওই ব্যক্তিই লাইশরামকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এরপর পুলিশ তার নামে হুলিয়া জারি করে। হুলিয়া জারির কিছুক্ষণ পরেই পশ্চিম ইম্ফল জেলার কম্যান্ডো কমপ্লেক্সে আয়েকপাম (‌৪৬)‌ আত্মসমর্পণ করে।

 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin