Thursday , 27 April 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda:মালদহে স্কুলে হামলাকারী ধৃত বন্দুক বাজের ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হল

প্রতিবেদক
kartik pal
April 27, 2023 5:15 pm

Newsbazar 24: মালদহ জেলার পুরাতন মালদহ থানার এক উচ্চ বিদ্যালয়ে বোমা-পিস্তল হাতে স্কুলে ঢুকে পড়েছিলেন দেবকুমার মণ্ডল নামে এক ব্যক্তি। মালদহের ডেপুটি পুলিশ সুপার আজাহারুদ্দিনের নেতৃত্বে পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, জেরায় দেবকুমার জানিয়েছে, তিনি এই পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করেছিলেন। আর সেকারণেই মোটা টাকা দিয়েই পিস্তল কিনেছিলেন দেবকুমার বল্লভ। তিনি বিহারের এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে তাঁর কাছ থেকেই এই আগ্নেয়াস্ত্র কেনেন। বৃহস্পতিবার ১৪ দিনের জেলা হেফাজতের আবেদন জানিয়ে মালদহ আদালতে পেশ করা হয় দেবকুমার বল্লভকে। আদালত ৭ দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে।
আদালতে যাওয়ার মুখে, তার মনে কোন অনুতাপের চিহ্ন ছিল না, বরং সাংবাদিকদের সামনে তিনি হাসিমুখে বলেন, আমার স্ত্রী পুত্রকে খুঁজে দেওয়ার জন্য বারবার পুলিশের কাছে আবেদন জানিয়ে কোন লাভ হয়নি তাই মোটা টাকার বিনিময়ে বিহার থেকে বন্দুক কিনেছিলেন তিনি।
এদিকে বুধবারে পুরাতন মালদার চন্দ্রমোহন হাইস্কুলের বন্দুকবাজ তান্ডবের ঘটনায় এখনও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় অভিভাবকদের মনেও আতঙ্কের ছাপ বজায় ছিল। অন্যান্য দিনের থেকে এদিন পড়ুয়াদের উপস্থিতির হার ছিল অনেকটাই কম। বন্দুকবাজের তাণ্ডবের পর এখনো থমথমে পুরাতন মালদা থানার মুচিয়ার চন্দ্রমোহন হাইস্কুল। স্কুলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
স্কুলে বন্দুকবাজ বুধবার রাতে মালদার পুলিশ সুপার তার নিজস্ব অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ডেপুটি পুলিশ সুপার
আজহার উদ্দিনের ভুয়সী প্রশংসা করেন। তিনি যেভাবে ছোট ছোট ছেলে মেয়েদের নিরাপত্তার কথা ভেবে এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন তার জন্য তাকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি জানান ধৃত কুমারের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক সেভেন এমএম পিস্তল দুটো ম্যাগাজিন এর মধ্যে একটি ম্যাগাজিন পুরো লোড ছিল ওপর ম্যাগাজিনেও গুলি ছিল। এই ধরণের উন্নতমানের আগ্নেয়াস্ত্র বিহার অথবা ঝাড়খন্ড থেকেই সংগ্রহ করে থাকতে পারে অভিযুক্ত বন্দুকবাজ দেব বল্লভ। তবে এই ঘটনার পিছনে তার পারিবারিক সমস্যাই মূলত জড়িত রয়েছে। তবে স্কুলে ঢুকে এমন ঘটনা ঘটানেো বিষয়টা পরিকল্পনা মাফিক। আগ্নেয়াস্ত্র কার মাধ্যমে অভিযুক্ত দেব বল্লভ আমদানি করল সে ব্যাপারেও তদন্ত শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্কুলগুলো নিরাপত্তা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। স্কুলে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন সেগুলো নিয়ে জেলা পুলিশ প্রশাসন ইতিমধ্যে আলোচনা করেছে।
সূত্রে জানা যায় এর আগেও সোশ্যাল মিডিয়ায় বন্দুক হাতে প্রশাসনিক কর্তাদের হুমকি দিয়ে অভিযুক্ত হয়েছিলেন এই দেবকুমার বল্লভ। সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। এরপরেও সে কি করে আবার উন্নত মানের আগ্নেয়াস্ত্র সেভেন এমএম পিস্তল জোগাড় করল, এবং পেট্রোল বোমাই বা তার কাছে কি করে এলো এ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এর পেছনে কোন জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা সে ব্যাপারে বিশদ তদন্ত শুরু করেছে পুলিশ

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

মালদা আন্ত জেলা জুনিয়ার নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে।

আপনি কি প্রেমে হাবুডুবু খাচ্ছেন ? ২০২৩ এ কেমন কাটবে আপনার প্রেমময় জীবন ?

তিনি যেন আধুনিক ধৃতরাষ্ট্র

Nadia news:ডাক্তারের অভাবে চিকিৎসার বেহাল দশা নদীয়ার রায়গঞ্জ শান্তিপুর সরকারি পশু চিকিৎসালয়ে।

Malda:লরি আটকে চালককে ধারালো অস্ত্র দিয়ে মারধর, গ্রেফতার ৩ তৃণমূল নেতা

অভিনব ATM প্রতারনা খোদ কলকাতায়

নতুন ভাবে ব্যাংক জালিয়াতির চেষ্টা,- কেয়া নাগ ব্যানার্জী

মালদা জেলা Malda news : সিল্ক ইয়ার্ন প্রডিউসার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

মালদায় BSF এর হাতে গ্রেপ্তার ২ গাজা পাচারকারী । হবিবপুর থানার বাংলাদেশ পান্নাপুর সীমান্তের ঘটনা

মালদহের চাঁচলে রম্য গল্পকার সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর ১১৭তম জন্মদিন পালন।