Thursday , 13 June 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda:তীব্র গরমেও জেলায় ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, চিন্তায় প্রশাসন

প্রতিবেদক
kartik pal
June 13, 2024 8:48 pm

Newsbazar24:মালদহে তীব্র গরম চলছে। বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছে । এর মধ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে বৃষ্টির দেখা না থাকলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চিন্তায় ফেলেছে স্বাস্থ্য দপ্তরকে। খরার মরশুমেও মালদহ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু। এমন পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের। ইতিমধ্যে মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দফতরের কর্তা আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হচ্ছে।মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও শুরু হয়েছে একাধিক পদক্ষেপ। কিন্তু তারপরেও কিছুতো ডেঙ্গু দমন সম্ভব হচ্ছে না।
মালদহ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এ বছর এখন পর্যন্ত মালদহে ১৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। গত কয়েক বছরের তুলনায় এই বছর আক্রান্তের পরিসংখ্যান অনেক বেশি। সাধারণ এই সময়ে ডেঙ্গুর প্রকোপ বেশি হয় না, এ বছর ব্যতিক্রমী পরিস্থিতি তাই আগে থেকেই তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের। প্রশ্ন উঠেছে তাহলে কি প্রশাসনের চরম অনীহার ফলেই এই অবস্থা?
যদিও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ানো হয়েছে ডেঙ্গুর টেস্ট। মালদহ জেলায় শুধু ডেঙ্গু নয় ইতিমধ্যে এই বছর ম্যালেরিয়ার জ্বরের ও প্রভাব ব্যাপক পড়েছে। মূলত পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া জ্বরের আক্রান্তর সংখ্যা তুলনামূলক বেশি। তাই ডেঙ্গু ও ম্যালেরিয়া জ্বর মোকাবিলায় ইতিমধ্যে তৎপরতার সঙ্গে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে জেলা প্রশাসন।
ইতিমধ্যে এলাকায় প্রচারে জোর দেওয়া হচ্ছে। এলাকা পরিষ্কার রাখার নির্দেশও দেওয়া হচ্ছে বলে খবর।
আরও জানা গিয়েছে যে, জেলার ইংরেজবাজার ও কালিয়াচক তিনটি ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। । তাই এই তিনটি ব্লকের ওপর বিশেষ বাড়তি নজরদারি চালাচ্ছে প্রশাসন। পাশাপাশি জেলা জুড়ে প্রতিটি ব্লকে ডেঙ্গু সচেতনতা নিয়ে শুরু হয়েছে বিশেষ অভিযান কর্মসূচি। এছাড়াও চিকিৎসকরা বারেবারে সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন। সবসময় মশারি টাঙিয়ে শোয়ার পরামর্শ দিচ্ছেন। পারলে গা-হাত- পা ঢেকে রাখার কথাও বলা হচ্ছে।
পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে সাফাই অভিযানের পাশাপাশি সমস্ত ওয়ার্ডগুলোতে নাগরিকদের সচেতন করার চেষ্টা চালাচ্ছেন।এর মধ্যেও ইংরেজবাজার শহরের বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তায় আবর্জনা স্তূপে ভরে গিয়েছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। পৌর নাগরিকদের দাবি ওয়ার্ডগুলির পরিস্কারের পাশাপাশি দ্রুত গতিতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে আবর্জনাগুলি পরিষ্কার করা হোক।
মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্তা ভাদুরি জানান গতবছরের তুলনায় এ বছরের ডেঙ্গুর পজিটিভ সংখ্যা বেশি তার সাথে রয়েছে ম্যালেরিয়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে যদিও স্বাস্থ্য কর্মীরা সচেতন রয়েছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু ম্যালেরিয়া পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মী সহ নার্সদের ডেঙ্গু বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া শেষ হয়েছে। ডেঙ্গু ম্যালেরিয়া মোকাবেলায় আমরা যথেষ্ট প্রস্তুত ।
ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউনসিলিং নিবেদিতা কুন্ডু জানান প্রতিবছরই পূজোর আগে এই ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রমণ বাড়তে থাকে। এবারে অনেক আগে থেকেই এই সংক্রমণ শুরু হয়ে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে পুরো এলাকাগুলি প্রতিদিন সকালবেলা নাগরিকের বাড়িতে গিয়ে সচেতন করা হচ্ছে ওয়ার্ডগুলি পরিষ্কার রাখা হচ্ছে।

ইংরেজবাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতা জানান প্রতিবছরই ডেঙ্গু সংক্রমণ ইংরেজবাজার পৌরসভায় দেখা যাচ্ছে। শহরে অনেক রাস্তায় জল নোংরা পড়ে রয়েছে জল জমা রয়েছে সেভাবে নোংরা জল পরিষ্কার হচ্ছে না। আমাদের পক্ষ থেকেও আমরা ইংরেজবাজার পৌরসভা কে জানাবো। এখন থেকেই যদি এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এটি অর্থাৎ ডেঙ্গু মহামারীর আকার ধারণ করবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

South 24 Pargana:উপ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে গিয়ে জাতি গত কুৎসা সহ দুর্ব্যবহারের শিকার এক মহিলা

বিভিন্ন পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

মেয়েরা বিয়ের পরে তাদের আইনি অধিকারগুলি সম্পর্কে সচেতন হন

মতুয়া মহাসংঘের উদ্যোগে বামন গোলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ

Dipabali Maharat Trading: মুহূর্ত ব্যবসা শুরু করার আগে কোন বিষয়গুলো জানতে হবে

আমীমাংসিত প্রশ্ন রেখে সঞ্জয়ের মৃত্যু চায় না অভয়ার বাবা

যাত্রীবোঝাই বাস দুর্ঘটনার কবলে

UP ByPolls: মুজাফফরনগরে এসএইচওর বিরুদ্ধে রিভলভার দেখানোর অভিযোগ ! সাসপেন্ডের দাবি অখিলেশের

ইংরেজ বাজার পৌরসভায় মহিলা পরিচালিত ক্যান্টিন চালু করালেন দুই মহিলা প্রশাসক

পুরীর জগন্নাথ মন্দির – ইতিহাসের দৃষ্টিতে