Wednesday , 21 May 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda:কাশ্মীরের পাহেলগাঁও এ ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ১২ দিন ধরে নিখোঁজ মালদহের এক পরিযায়ী শ্রমিক

প্রতিবেদক
kartik pal
May 21, 2025 8:07 pm
Malda:কাশ্মীরের পাহেলগাঁও এ ভারত পাকিস্তান যুদ্ধের আবহে  ১২ দিন ধরে  নিখোঁজ মালদহের এক পরিযায়ী শ্রমিক

Newsbazar24::কাশ্মীরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে নিখোঁজ মালদার হরিশ্চন্দ্রপুরের এক কিশোর। গত ১২ দিন ধরে তার কোন খোঁজ না পাওয়ায় দিশেহারা তার পরিবার। ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে এই নিখোঁজের ঘটনা বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পুলিশ প্রশাসন এলাকার বিধায়ক ও সাংসদকেও ঘটনার বিষয়ে জানিয়েছেন তার পরিবার। নিখোঁজ ওই যুবকের নাম আশফাক হক(১৮)। তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ডাটিওন গ্রামে।
পরিবার সূত্রে আরও জানা যায় পরিবারে তিন ভাই বোনের মধ্যে সে বড়। মাসখানেক আগে কাশ্মীরে গিয়েছিল সে রোজগারের আশায়। সেখানে গিয়ে কাজে লেগে গিয়েছেল। পরিবার সূত্রে খবর, গত ১২ দিন আগে শেষবার বাড়িতে ফোন করে জানিয়েছিল, কাশ্মীরে যুদ্ধ শুরু হয়েছে।এখানে আর থাকা যাবে না মালদা ফিরতে হবে। সেই রাতেই পরিবারের সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে ফোন বন্ধ এবং কোনও খোঁজ নেই।
আসফাকের বাবা আকবর আলি বলেন, “ছেলে এক মাস আগে কাশ্মীরে গিয়েছিল। ও বলেছিল, ওখানে , যুদ্ধ লেগে গেছে। এরপর আর কোনো যোগাযোগ নেই। আমাদের একটাই প্রার্থনা, আসফাক সুস্থভাবে বাড়ি ফিরে আসুক। প্রশাসন যাতে কিছু ব্যবস্থা গ্রহণ করে।

হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন বলেন, বিষয়টি জানা ছিল না। ওই পরিবারের সঙ্গে দেখা করে কথা বলবো। দ্রুত যাতে আসফাকের সন্ধান পাওয়া যায় , সেব্যাপারে চেষ্টা চালাবো।।
সাংসদ খগেন মুর্মু জানান, রাজ্যে কোনও কর্মসংস্থান নেই বলে এত ছেলেকে বাইরে যেতে হচ্ছে। পাশাপাশি ওই পরিযায়ীর সন্ধানের জন্য পরিবারকে সহায়তার সম্পূর্ণ আশা দিলেন তিনি। খোঁজ নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীও।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত