Friday , 11 April 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda: মোথাবাড়িতে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিলেন শুভেন্দু

প্রতিবেদক
kartik pal
April 11, 2025 4:37 pm

Newsbazar24::আদালতের অনুমতি পাওয়ার পর শুক্রবার ১১ই এপ্রিল মালদহের মোথা বাড়িতে সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে দেখা করতে এলেন বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে শুভেন্দুকে মোথাবাড়ি যেতে অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আক্রান্তদের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দেন তিনি।

মোথাবাড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলছেন শুভেন্দু অধিকারী


মোথাবাড়ি যাওয়ার পথে মালদহের ইংরেজবাজারের বাধাপুকুর মোড়ে স্থানীয় বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কর্মী সমর্থকদের নিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানান।
এদিন তিনি মোথাবাড়িতে বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত পুরুষ-মহিলাদের সঙ্গে দেখা করেন। মোথাবাড়ির পালপাড়ায় শুভেন্দু বলেন, ১৫ দিন পর এরা মুক্তির স্বাদ পেয়েছেন। গ্রামবাসীদের আশ্বাস দিয়ে তিনি বলেন আমি আপনাদের সাথে আছি, নরেন্দ্র মোদীও আছেন তাই ভয় পাবেন না। বিরোধী দলনেতার কাছে কান্নায় ভেঙে পড়লেন এক গ্রামবাসী। মোথা বাড়ির সংঘর্ষের ঘটনায় আহত এক গ্রামবাসী শুভেন্দুকে দোকানে- বাড়িতে হামলা, টাকা-গয়না লুঠপাটের কথা জানান ।
শুভেন্দু আরো বলেন, “এখানে সরকার মানুষকে নিরাপত্তা না দিয়ে দাবিয়ে রেখেছে। যে ২৪ জনকে ধরেছে তারা প্রকৃত দোষী নয়। সিসিটিভি ফুটেজ দেখে আসলদের ধরতে হবে। আমরা এনআইএ, সিবিআই দাবি করছি। কেন হিন্দুরা অত্যাচারিত হবে? দেখার দায়িত্ব কার? মোথাবাড়ির ঘটনায় পুলিশ সুপারকে চিঠি দিয়েছি তিনবার, অনুমতি দেয়নি।”
শুভেন্দু আরও বলেন, “হাইকোর্টের অনুমতি নিয়ে সময়ের মধ্যে চলে এসেছি। ৬ জনকে নিয়ে আইনি লড়াই করছি। রিষড়া, ডালখোলার মতোই মোথাবাড়িতে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার।” শাসকদলের মদতেই মোথাবাড়িতে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর। মোথাবাড়ির গন্ডগোলের ঘটনায় ৮৬জন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে চারটে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যাদের ক্ষতি হয়েছে আপাতত তার ৫০ শতাংশ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে ভুলে তিনি জানান।
কয়েক সপ্তাহ আগে অশান্ত হয়ে ওঠে মোথাবাড়ি। দুই গোষ্ঠীর সংঘর্ষে দোকান ও গাড়িতে ভাঙচুর করা হয়। আগুনে জ্বালিয়ে দেওয়া হয় সারি সারি বাইক, গাড়ি। রাস্তাতেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। হিন্দুদের উপর ব্যাপক হামলা চলে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে মাঠে নেমে লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। ৬টি মামলা রুজু করে পুলিশ। এ এ বিষয়ে হাইকোর্টে মামলা চলছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত