Saturday , 10 June 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda Sports:মালদহের ক্রীড়া জগতে নতুন পালক,জাতীয় স্তরে অ্যাথলেটিক্সে প্রশিক্ষণের জন্য নির্বাচিত মিষ্টি ও মেহবুব

প্রতিবেদক
kartik pal
June 10, 2023 8:21 pm

Newsbazar 24:মালদহ জেলার ইতিহাসে ক্রীড়া জগতে নতুন পালক যোগ হলো। এই প্রথম মালদহ জেলার কোন ক্রীড়াবিদ জাতীয় স্তরে প্রশিক্ষণের সুযোগ পেল। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) এবং অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার যৌথ পরিচালনায় জাতীয় স্তরের জুনিয়রদের প্রশিক্ষণের সুযোগ পেল মালদহের দুই ক্ষুদে অ্যাথলেট মেহেবুব আলম ও মিষ্টি কর্মকার। সম্প্রতি অ্যাটলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এক মেইল বার্তায় তাদেরকে জানানো হয়েছে তারা এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন।
জানা গেছে ১৮ তম জেলা জাতীয় অ্যাটলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল গত ফেব্রুয়ারি মাসের ১০ থেকে ১২ই তারিখে পাটনার পাটলিপুত্র স্টেডিয়ামে সেখানে জেলা গত ভাবে মালদা জেলা দল অংশগ্রহণ করেছিল। সেখানে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে সাই এবং অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়া টেকনিক্যাল টিমের ট্যালেন্ট আইডেন্টিফিকেশন টিমের নজরে পড়ে মালদার দুই খুদে খেলোয়াড়, মেহেবুব ও মিষ্টি কর্মকার। বিচারকদের বিচারে সোজাসুজি জাতীয় প্রশিক্ষণের শিবিরে সুযোগ পায় এই দুই খেলোয়াড়। মেহেবুব আলমের বাড়ি কালিয়াচক এক নম্বর ব্লকের কদমতলা গ্রামে। তার বাবা কাইফুদ্দিন আহমেদ পেশায় একজন কৃষক মা রুকসানা বিবি গৃহবধূ। মেহেবুব মহদীপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে স্প্রিন্টে তার দক্ষতা অনুযায়ী এই সুযোগ পেয়েছে।

অন্যদিকে মিষ্টি কর্মকার(১৪) তার বাড়ি ইংরেজবাজার পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনি এলাকায়। বাবা সঞ্জয় কর্মকার পেশায় রেলওয়ে হকার। মা সুমিত্রা কর্মকার গৃহবধূ। সে মালদা রেলওয়ে হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। প্রসঙ্গত এই মিষ্টি কর্মকার জাতীয় স্কুল গেমসে জেভলিন থ্রোতে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। কে জাবলিনের প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২০ শে জুন বিহারের পাটনায় সাই কোচিং ক্যাম্পে এই প্রশিক্ষণ শুরু হবে চলবে পাঁচই জুলাই পর্যন্ত।আগামী ১৮ জুন ত তারা মালদা থেকে রওনা হচ্ছে। এই দুজন ক্ষুদে খেলোয়াড়ের প্রশিক্ষক অসিত পাল। কোচ অসিত পাল বলেন এই দুই খুঁজে খেলোয়াড় অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে আসছে এদের দুবেলা ঠিকমতো খাবার জোটে না। এদের অদম্য উৎসাহ এবং ইচ্ছায় এরা এতদূর পর্যন্ত যেতে পেরেছে বলে আমি খুবই খুশি। এরা এত বড় সাফল্য অর্জন করতে পেরেছে বলে এদের উচ্ছ্বাস স্বাভাবিক। তিনি আরও বলেন মালদা জেলার ক্রীড়া ক্ষেত্রে এটি একটি ইতিহাস। এর আগে মালদা জেলার কোন অ্যাথলিট জাতীয় স্তরে প্রশিক্ষণের সুযোগ পায়নি। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে এরা নিজ নিজ ক্ষেত্রে আরও সমৃদ্ধ হোক এবং ভবিষ্যতে আরও এরা রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করুক এই কামনাই করি।


জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দিলীপ দে জানান, অন্যান্য ক্রীড়া প্রেমী মানুষের মতো আমরাও খুবই খুশি এই প্রথম জেলা থেকে মিষ্টি কর্মকার ও মেহেবুব আলম জাতীয় স্তরের প্রশিক্ষণের সুযোগ পেল। এটা আমাদের জেলার কাছে খুবই গর্বের আমরা আশা করব এর আগামী দিনে আরো উচ্চতর জায়গায় গিয়ে পদক নিয়ে আসুক। আমাদের ইচ্ছা রয়েছে, যারা নিজেদের উদ্যোগে অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ কেন্দ্র চালান তাদেরকে নিয়ে আগামিতে বসে আধুনিক মানের অ্যাথলেটিক্স প্রশিক্ষণ যাতে দেওয়া যায়। সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। এরা প্রশিক্ষণ নিয়ে ফিরে এলে এদেরকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

এক কিশোরকে নদীতে নিয়ে জলে ডুবিয়ে খুনের অভিযোগে এক গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ।

মণিপুরের আঁচ এবার মেঘালয়ে, দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা, গ্রেপ্তার ১৬

मुख्यमंत्री नीतीश कुमार की कोरोना पॉजिटिव आई !आवास पर काम करने वाले कई कर्मचारी संक्रमित

Malda news:কামতাপুর পিপলস পার্টির ডাকা ধর্মঘটের কোন প্রভাব জেলায় পড়েনি

Siliguri news: তীব্র বিতর্কিত মন্তব্য সায়ন্তিকার মোদি,শাহ ও শুভেন্দ্যুকে নিয়ে, পাল্টা কটাক্ষ শংকরের

Malda:গাজোলে পুকুর থেকে জোড়া মূর্তি উদ্ধার

আজকের আবহাওয়া

১০৮টি পুরসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস

কাট্মানি না দেওয়ার কারণে ভাঙ্গরে আক্রান্ত হলো এক দম্পতি সহ তার পরিবারের বাকি সদস্যরা

Rathjatra Festival:গয়েশপুর মঙ্গল সমিতির রথযাত্রায় উপছে পড়ল ভক্তদের ভিড়