Monday , 28 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda Sports: আন্তর্জাতিক অ্যাথলেটিক্সের আঙিনায় স্বর্ণ ও রৌপ্য পদক জয় মালদার গৃহবধূ তনুশ্রী লালা

প্রতিবেদক
kartik pal
August 28, 2023 7:04 pm

Newsbazar24: আবারো আন্তর্জাতিক স্তরে সোনা জিতলেন মালদার গৃহবধূ ৪০ বছরের তনুশ্রী লালা। জিতেছেন একটি রৌপ্য পদকও। তাঁর সাফল্যে খুশি মালদার ক্রীড়া মহল। ভবিষ্যতে আবারও আন্তর্জাতিক স্তরেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান তনুশ্রী।
সোনার মেয়ে তনুশ্রী। আন্তর্জাতিক স্তরে ১৫০০ মিটার
দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক (Gold Medal) জিতলেন মালদার প্রতিযোগী তনুশ্রী লালা। নিজের ঘর এবং বাইরের কাজ সামলে প্রাপ্তবয়স্কদের আন্তর্জাতিক মাস্টার্স অ্যাটলেটিক্স মিটে দৌড়ে সোনা জিতলেন। মালদার গৃহবধূ ৪০ বছরের তনুশ্রী লালা। জিতেছেন একটি ব্রোঞ্জ পদকও। তাঁর সাফল্যে খুশি মালদার ( Malda) ক্রীড়া মহল।

গত ১৯ এবং ২০ শে আগস্ট শ্রীলংকার দিয়াগামায় মাহেন্দ্র রাজপক্ষ স্টেডিয়ামে ১ম আন্তর্জাতিক মাস্টার্স মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ অনুষ্ঠিত হয়। সেখানে তনুশ্রী ১৫০০ মিটার ও ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক অর্জন করেন। ৮০০ মিটার দৌড়ে মেলে রৌপ্য পদক। তনুশ্রীর বাড়ি ইংরেজবাজার শহরের কৃষ্ণ পল্লী এলাকায়। তাঁর স্বামী সুব্রত লালাও বেসরকারি সংস্থার কর্মী। তাদের দুই ছেলে। ছেলে পরিবার, পেশা বজায় রেখেই তিনি প্রতিদিন নিজের অনুশীলন চালিয়ে যান। এর আগে রাজ্য ও জাতীয় স্তরের একাধিক প্রতিযোগিতাতেও সফল হয়েছেন তনুশ্রী।
তনুশ্রী বলেন,গত ১৯ এবং ২০ শে আগস্ট শ্রীলংকার দিয়াগামায় মাহেন্দ্র রাজপক্ষ স্টেডিয়ামে ১ম আন্তর্জাতিক মাস্টার্স মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ অনুষ্ঠিত হয়। আমি অনূর্ধ্ব ৪০ বিভাগে দুটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম। পারিবারিক সমস্যায় বেশিদিন ধরে অনুশীলন চালাতে পারেনি। ১৯ বছর বন্ধ থাকার পর চার বছর আগে অনুশীলন শুরু করি। এখন সকালে দু’ঘণ্টা আর বিকেলে দেড় ঘণ্টা অনুশীলন করি প্রশিক্ষক অসিত পালের তত্ত্বাবধানে। আগামীতে আমার লক্ষ্য, আরো বেশি বেশি করে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়। ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে ভবিষ্যতে নিজের জেলা এবং সর্বোপরি গোটা দেশের হয়ে অলিম্পিকেও অংশ নিতে চান বলে জানিয়েছেন তনুশ্রী।
তনুশ্রীর কোচ অসিত পাল বলেন, “আমার ছাত্রী যে ফল করেছে তা মালদার জন্য গর্বের। মাস্টার্স লেভেলে এই জেলায় তনুশ্রী লালাই এই নিয়ে দ্বিতীয় বার আন্তর্জাতিক স্তরে সোনা জিতল। তাঁকে সহযোগিতার জন্য মালদা জেলা ক্রীড়া সংস্থা সহ যাঁরা সাহায্য করেছে, তাঁদের সবাইকে ধন্যবাদ।” আর্থিক সহায়তা পেলে তনুশ্রী আন্তর্জাতিক স্তরেও আরও বেশি বেশি করে সাফল্য পাবে বলে তার আশা। জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দিলীপ দে জানান তনুশ্রী আন্তর্জাতিক স্তরে সোনা পাওয়ায় আমরা সকলেই তাকে নিয়ে গর্বিত। মালদা বাসি হিসেবে আমাদের খুব গর্বের দিন। তবে সে অনূর্ধ্ব ৪০ প্রতিযোগিতায় নামে। আমরা চাই তাকে দেখে উৎসাহিত হয়ে নতুন প্রজন্মের ছেলের ছেলে মেয়েরা আরো অ্যাথলেটিক্সে এগিয়ে আসুক।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

চা বাগান এলাকার এক শ্রমিক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

Kolkata News: বিবাদী বাগে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে সরকারি বাস, আহত ৩

কিভাবে সুস্থ মনের অধিকারী হওয়া যায়, জানতে পড়ুন।

ভর সন্ধ্যায় চাঁদনি মার্কেট চত্বরে আগুন

লায়নস ক্লাব মালদা নিউ সেনচুরী ও মালদা জাগৃতির উদ্যোগে গৌর কন্যা বাস স্ট্যান্ড চত্বরে পানীয় জলের ব্যবস্থা

Malda:পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জন ও বৃক্ষরোপণের বার্তা নিয়ে রেলওয়ে গার্লস হাই স্কুলের ছাত্রী ও শিক্ষিকাদের শোভাযাত্রা

পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পকে এক হাত নিলো ইরান

balurghat news: দোকানে বিদ্যুৎ সংযোগ, হাত লেগে মৃত্যু ঘটল বালুরঘাটের পঞ্চম শ্রেণির পড়ুয়ার

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জনসভা অবশেষে মালদা শহরে ১০ ফেব্রুয়ারি।

চীন বা পাকিস্তান নয় ! ভারতের বিদ্যুতেই নিজেদের ঘর আলোকিত করতে বাধ্য হলো বদলের বাংলাদেশ