Malda Sports: রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মালদহের জয়জয়কার, নটি সোনা ,চারটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ পদক লাভ

Newsbazar24:৭৩ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ ব্যাপক সাফল্য মালদহের। বিভিন্ন প্রতিযোগিতায় ৯টি সোনা, চারটি সিলভার ও পাঁচটি ব্রোঞ্জ পদক মালদহের ঝুলিতে। অর্থাৎ মোট ১৮ টি পদক লাভ করেছে রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মালদহের খেলোয়াড়েরা।
ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৭৩ তম রাজ্য অ্যাথলেটিকস ২০২৫ অনুষ্ঠিত হয় চলতি মাসের ১৪ ও ১৫ এবং ২০ থেকে ২২ কলকাতার সাইক্যাম্পাস ও যুবভারতী ক্রীড়াঙ্গনে।
জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছেন মিষ্টি কর্মকার। অনূর্ধ্ব ১৮ বালক বিভাগে ১০০ ও ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক
লাভ মেহেবুবুল আহম্মেদের। এছাড়া অনূর্ধ্ব ১৮, ৫০০০ মিটার রেস ওয়াকিং এ পলাশ মন্ডল, অনূর্ধ্ব ২৩ মহিলা বিভাগে ডিসকাস থ্রোতে সুনিতা দাস, অনুর্ধ ২০ মহিলা বিভাগে ১০০০০মিটার রেস ওয়াকিং সপ্তমী সিংহ এবং অনূর্ধ্ব ২০ মহিলা বিভাগে ৫০০০ মিটার দৌড়ে অদিতি মন্ডল। অনূর্ধ্ব ২০ মিক্সড রিলে রেসে স্বর্ণপদক লাভ করেছে
স্বর্ণপদক বিজয়ীদের মধ্যে রেকর্ড করেছেন চার প্রতিযোগী জ্যাভলিন থ্রোতে মিষ্টি কর্মকার, ১০০ মিটার দৌড়ে মেহেবুল আহমেদ, ৫000 মিটার রেস ওয়াকিং এ পলাশ মন্ডল এবং ডিসকাস থ্রোতে সুনিতা দাস। জেলার কোচ হিসাবে তাদের সাথে উপস্থিত ছিলেন প্রশিক্ষক অসিত পাল এবং ম্যানেজার হিসেবে নিলয় মিশ্র। স্বাভাবিকভাবেই তাদের এই সাফল্যে খুশি কোচ অসিত পাল। তিনি বলেন পুরুষ এবং মহিলা বিভাগে বাড়ি অন্যান্য বারের তুলনায় দক্ষতা অনেক বেশি দেখিয়েছে জেলার খেলোয়াড়েরা যার জন্য পদকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলা ক্রীড়া সংস্থার পূর্ণ সহযোগিতায় ছেলেমেয়েদের এই সাফল্য। আমাদের আশা আগামী দিনে জাতীয় স্তরে মালদার ছেলেমেয়েরা আরো সাফল্য লাভ করবে।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মালদার ছেলেমেয়েরা এর আগে রাজ্য গেমস প্রতিযোগিতায় সাফল্য লাভ করেছিল। এবার রাজ্য অ্যাটলেটিক্স প্রতিযোগিতায় আবারো সাফল্য লাভ করল। এটা জেলার ক্ষেত্রে বিরাট সাফল্য। আমি খেলোয়ারদের কে অভিনন্দন জানাই। ছেলেমেয়েদের কাছে আমার আবেদন থাকবে আরো বেশি বেশি করে মাঠে খেলাধুলা করতে আসার জন্য যার মধ্য দিয়ে শরীর চর্চা হবে।