Newsbazar 24: বৃহস্পতিবার স্থানীয় বৃন্দাবনে ময়দানে মালদহ জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার উদ্যোগে ইংলিশবাজার সদর জোনের ফুটবল এবং কবাডি খেলা অনুষ্ঠিত হল।এদিন অনূর্ধ্ব -১৪ ছেলেদের ফুটবলে
মালদহ টাউন হাই স্কুল উমেশ চন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।পাশাপাশি অনূর্ধ্ব -১৭ ছেলেদের ফুটবলে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয় বাদলমণি হাই স্কুল।অন্যদিকে কবাডিতে অনূর্ধ্ব – ১৪ ছেলেদের বিভাগে জয়ী হয় মালদহ টাউন হাই স্কুল।তাদের অর্জিত পয়েন্ট ২৩ আর রানার্স হয় উমেশ চন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয় তারা লাভ করে ২১ পয়েন্ট।
।একই খেলায় অনূর্ধ্ব -১৪ বালিকা বিভাগে ৩৬ পয়েন্ট নিয়ে জয়ের মুকুট লাভ করে নিবেদিতা গার্লস হাইস্কুল আর ২০ পয়েন্ট পেয়ে রানার্স হয় রেলওয়ে গার্লস হাই স্কুল। অনূর্ধ্ব -১৭ বালিকা বিভাগে ৩৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় রেলওয়ে গার্লস হাইস্কুল ও ১৮ পয়েন্ট পেয়ে রানার্স হয় রেলওয়ে হাই স্কুল।