Tuesday , 17 June 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda Sports:জাতীয় জুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলা দলে মালদহের চার কিশোরী

প্রতিবেদক
kartik pal
June 17, 2025 4:40 pm

Newsbazar24::জাতীয় জুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলা দলে মালদহের চার মহিলা খেলোয়াড়। এরা সকলেই দারিদ্র পরিবারের সন্তান। দারিদ্রতা এদের প্রতিভা বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারেনি কারণ এদের মধ্যে ছিল অদম্য জেদ ও নিজেদের লক্ষ্য পূরণে অবিচল।
আগামী ১৮ই জুন বিহারের নওদা জেলায় অনুষ্ঠিত হচ্ছে ৪৭ তম জাতীয় জুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা। চলবে আগামী ২২ শে জুন পর্যন্ত। প্রসঙ্গত হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং বিহার হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ৪৭ তম জাতীয় জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বিহারের নওদায়। বালিকা বিভাগে বাংলা দলে মোট ১৪ জনের মধ্যে চারজনই মালদহের। এদের মধ্যে রয়েছেন সুম মন্ডল, পিউ মন্ডল, মৌমিতা মন্ডল ও রাখি মন্ডল এ ছাড়াও কোচ হিসাবে নির্বাচিত দুই জনের মধ্যে মালদহের কৌশিক সাহা ও রয়েছেন। এরা ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছেন।
এদের মধ্যে কারও বাবা পরিযায়ী শ্রমিক , কারও বাবা দিনমজুর, কারও বাবা মারা যাওয়াতে মা লোকের বাড়িতে রান্নার কাজ করেন। দারিদ্রতা এদের নিত্যসঙ্গী। এরই মধ্যেই রাজ্য স্তরে খেলার সুযোগ পাওয়াতে স্বভাবতই খুবই খুশি তাদের মাতা পিতা ও প্রতিবেশীরা।
জানা গেছে এরা প্রতিদিন অমিত পাল ও বিশ্বজিৎ ঘোষের তত্ত্বাবধানে জাহাজ ফিল্ড মাঠে প্র্যাকটিস করে।
এ বিষয়ে মালদা জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতি আতিউর রহমান বলেন, বাংলা দলের হয়ে জাতীয় স্তরে এই প্রথম জুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতায় মালদার চার কিশোরী সুযোগ পেয়েছে। আমাদের আশা এরা যেভাব কঠোর পরিশ্রম করে উঠে এসেছে, তাদের সেরাটা উজাড় করে দেবেন জাতীয় স্তরের প্রতিযোগিতায়। পাশাপাশি তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রান্তিক জেলার খেলোয়ারদের কে সুযোগ করে দেওয়ার জন্য।

সর্বশেষ - মালদা