Newsbazar 24:মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও গাজোল থানা পুলিশ প্রশাসনের পরিচালনায় চার দলীয় সম্প্রীতি ভলিবল টুর্নামেন্ট কাপ অনুষ্ঠিত হল। শুক্রবার চাকনগর গ্রাম পঞ্চায়েতের কাটিকান্দর চাকইলে জুনিয়ার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হল এই ভলিবল টুর্নামেন্ট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল থানার আই সি চন্দ্র শেখর ঘোষাল, এ এস আই নিমাই চন্দ্র মন্ডল, চাকনগর অঞ্চল ভিজেল পুলিশ রঞ্জিত সরকার প্রমুখ । এই খেলায় চ্যাম্পিয়ন হয় জৈতভৈরব ও রানার্স কাটিকান্দর। বিজয়ী ও বিজিত দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।