Tuesday , 11 July 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda Repoll:বিক্ষিপ্ত কিছু অশান্তির মধ্যেও নির্বিঘ্নে শেষ হলো পঞ্চায়েতের পুননির্বাচন

প্রতিবেদক
kartik pal
July 11, 2023 12:54 am

Newsbazar24:শেষ হল পঞ্চায়েতের পুনর্নির্বাচন! শনিবার যে যে অবাধে ছাপ্পা ভোট ও হিংসার ছবি ফুটে উঠেছিল গোটা জেলা জুড়ে সেই আবহে রাজ্যের ৬৯৭ টি কেন্দ্রের সাথে মালদা জেলায় ১১২ টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও থাকলেও ভোট গ্রহণ শুরু হতে কোথাও কোথাও বেলা দশটা গড়িয়ে যায়।
মালদা জেলার গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের বলরামপুর ২১৭ নাম্বার বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। সোমবার সকাল ৭ টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও ৯টা থেকে ভোট প্রক্রিয়া চলছে শান্তিপূর্ণভাবে । এর পাশাপাশি মালদা জেলার ১১০ টি বুথে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে পুনরায় ভোটদান চলছে। সাধারন ভোটার থেকে প্রার্থী তারা জানান যে কেন্দ্র বাহিনী থেকে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে বেশ সহযোগিতা করছে এমনটা জানান।
আবার সাধারণ ভোটার জানান যে তাদের মধ্যে এখনও আতঙ্ক রয়ে গেছে এ ছাড়াও যারা দিনমজুরি খাটছে তারা অনেকে কাজে চলে গেছেন সাধারণ ভোটারদের মধ্যে ভোটে যে উত্‍সাহ তা নেই বলে জানান ।
এ ছাড়াও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সোমবার সকাল ৮ টা থেকে মালদহের জেলার বামনগোলা ব্লকের সাদুলীপাড়া প্রাথমিক বিদ্যালয় ৪৮ নাম্বার বুথে ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হল পুননির্বাচন । ভোট দিতে সাত সকালে ভোটারদের ভিড় দেখা মেলেনি গত আট তারিখে ভোটকেন্দ্রে ঝামেলা সৃষ্টি হয় এদিন সকালে দেখা মেলেনি ভোটারদের।অবশেষে বামনগোলা থানার পুলিশ প্রশাসন কেন্দ্র বাহিনীকে সাথে নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে রুটমার্চের মধ্যেদিয়ে ভোটারদের ভোটদানের জন্য আবেদন করেন তাদের পাশে রয়েছে প্রশাসন ভোট দানে কোন সমস্যা হবে না তাদের জন্য প্রশাসনের তরফ থেকে গাড়ি ব্যবস্থা করা হয়।
মালদহের রতুয়া ২ নং ব্লকের মহানন্দা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ৬৯ বুথে সকাল ৯টা পর্যন্ত পুননির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী সকাল সাতটা থেকে ভোটারদের লাইন। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের বিশেষ দল রয়েছে।
প্রসঙ্গত গত শনিবারের নির্বাচনে এই বুথে ব্যালট বাক্স লুট ছাপ্পা ভোট ইত্যাদি সহ গন্ডগোল, যার দরুন এখনো পর্যন্ত বুথের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যালট পেপার।
এখনো ২ ঘন্টা পার হওয়ার পরেও পুনর্নির্বাচন শুরু হয়নি মালদহের রতুয়া ২ নং ব্লকের মহানন্দা হাই স্কুলের ৬৯ বুথে। ভোটাররা সকাল পাঁচটা কেউবা ছটা থেকে লাইনে দাঁড়িয়ে তবুও চালু করতে পারেনি নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোট প্রক্রিয়া। এতে ক্ষোভ প্রকাশ ভোটারদের একাংশের।
তবে এই রতুয়া ২ নং ব্লকের দ্বিতীয়বারের পুনর্নির্বাচনের অশান্তি ছবি মালদহের পুকুরিয়া এলাকায়। ঘটনাটি ঐ ব্লকের ভরতপুর অঞ্চলের বকুলপুর ২৩ নং বুথে কার্যত সকাল থেকে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আটকে প্রভাবিত করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কে ভোটাররা।
রতুয়া দু'নম্বর ব্লকের বকুলপুর বুথে কেন্দ্রীয় বাহিনীর  ঠহল
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। রুটমার্চ চালায় কেন্দ্রীয় বাহিনী।আপাতত পরিস্থিতি থমথমে রয়েছে এলাকায়। বিরোধীরা অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি নিয়ে বুথকে দখল করার চেষ্টা চালাচ্ছিল।
রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের ৪৫ নম্বর বুথে সকাল থেকেই ভোট কর্মীরা না থাকার ফলে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল দুপুর ১১:৩০ পর ভোট কর্মীরা আসেন। সঙ্গে করে বুথে নিয়ে আসার অভিযোগ উঠল মালদা জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জি বিরুদ্ধে। যদিও এই অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়ক সমর মুখার্জি। ঘটনায় তৃণমূল বিধায়ক সমর মুখার্জির সাথে বাক- বিতন্ডায় জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা যদিও উভয়পক্ষকেই পুলিশ সরিয়ে দেয়।
বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে পুননির্বাচন বয়কট করলো গ্রামবাসীরা। ফলে সোমবার সকাল থেকে দ্বিতীয় দফায় নতুন করে গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের ২৪৪ নম্বর বুথে ভোট কর্মীরা একপ্রকার ফাঁকায় বসে থাকলেন। এদিন মাঝরা গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ দুই নম্বর এবং দোগাছি ২৪৪ নম্বর বুথে কোনো ভোটারা ভোট দিতে আসেননি। গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে গ্রামে অনুন্নয়ন, বেহাল রাস্তা, বারবার বলেও সংস্কার করানো যায়নি। তারই প্রতিবাদ জানিয়েই এই ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে।
স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, এদিন কোনো গ্রামবাসী ভোট দিতে যায় নি। পুনরায় সেখানে ভোট করার ব্যবস্থা করা হলেও গ্রামবাসীদের অবস্থান একই রয়েছে। যদিও এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হয়। তবে তাঁরা কারও কথা শুনতে চাননি।
জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা যায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৬৬ শতাংশ।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

Malda news:বর্ষা শুরু না হতেই মালদহের গঙ্গা ও ফুলারের দুইপার ভাঙতে শুরু করেছে, আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা, বা‍ঁধ মেরামতের কোন হদিস নেই , বাড়ছে ক্ষোভ

মাঝে কার্তিক মহারাজ – দুইদিকে তৃণমূলের দুই বিধায়ক

প্রাচীন বটগাছের ডাল ভেঙে বেশ কিছু দোকানের ক্ষতি চাঁচলে, মানুষের জমায়েতে শিকেই উঠলো স্বাস্থ্যেবিধি

মার্কিন বিমান ঘাঁটির কাছে বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা‌।‌।

এবছর কমনওয়েলথে চতুর্থ দেশ হিসাবে ২০০ টি সোনা জয়ের রেকর্ড গড়ল ভারত।

মালদহে ভারত বন্ধের মিশ্র প্রভাব পড়লেও সরকারি দপ্তরে হাজিরা ১০০ শতাংশের কাছাকাছি

বিদ্যুতের বিল জমা দিতে না পারায় সমস্যায় বৈঠক বালুরঘাটবাসী

‘পুষ্পা-২’ এর জন্য হল পাচ্ছে না ‘খাদান’ – ক্ষুব্ধ দেব

আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নই, আমরা তৃণমূল বিরোধী – শুভেন্দু

Malda: ইংরেজবাজার পৌরসভার একটি ওয়ার্ডে পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক