Saturday , 17 June 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda News:মালদায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, নির্বাচন কমিশনের রিপোর্ট তলব

প্রতিবেদক
kartik pal
June 17, 2023 8:49 pm

Newsbazar 24: পঞ্চায়েত ভোটের নমিনেশন পর্ব মিটতেই তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। শাসকদলের অভিযোগের তীর কংগ্রেসের দিকে। ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রাজ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জেলাশাসককে ফোন করে ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে । পাশাপাশি রাজভবনের তরফেও খোঁজখবর নেওয়া হয়েছে । কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নেতা মোস্তফা শেখকে পিটিয়ে খুনের অভিযোগ। এই ঘটনার এই ঘটনার পেছনে রাজনীতি না অসামাজিক কার্যকলাপ রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা ।
অন্যদিকে, এই খুনের ঘটনায় সরাসরি কংগ্রেসকে দায়ী করেছেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন । যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস । সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোস্তাফা শেখ দীর্ঘদিনের সক্রিয় তৃণমূল কর্মী । তার স্ত্রী জিবু বিবি ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হন । এবার অবশ্য মোস্তাফা কিংবা তাঁর স্ত্রী প্রার্থী হতে চাননি । তারা এলাকায় সংগঠনকে শক্তিশালী করার কাজে নিয়োজিত ছিলেন। বিশেষ করে মোস্তাফা এবারের নির্বাচনে দলীয় প্রার্থীদের জেতাবার জন্য অক্লান্ত পরিশ্রম করছিলেন বলেই জানিয়েছেন স্থানীয়রা । অবশ্য এলাকায় তাঁর বিরুদ্ধে বেআইনি জুয়ার ঠেক চালাবার অভিযোগ রয়েছে । অভিযোগ, এই কাজে তাঁকে সহযোগীতা করতেন স্থানীয় তৃণমূল নেতার ভাই ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন মোস্তাফা । সেখান থেকে ফেরার সময় কয়েকজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি । স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, জুয়ার আসরের টাকা-পয়সা নিয়েই সেই বিরোধ । এরই জেরে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ । যদিও পঞ্চায়েত ভোটের ঠিক আগেই শাসকদলের নেতা খুনে স্বাভাবিকভাবেই রাজনীতির রং লেগেছে ।
মোস্তাফার পরিবারের অভিযোগ, তিনি জোহরের নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন । তখন রাস্তায় আসমাউল আর মান্নান ঝামেলা শুরু করে । কী নিয়ে ওরা ঝামেলা পাকিয়েছিল সেটা জানা যায়নি । রাস্তায় পিটিয়ে মেরে ফেলে । একজন রাস্তা থেকে মোস্তাফাকে বাড়ি নিয়ে আসে । পাঁচ বছর আগেও ওরা হামলা চালিয়েছিল । ওদের কোনও নির্দিষ্ট দল নেই । আমরা ওদের কঠোর শাস্তি চাই ।”

এই ঘটনার প্রতিবাদে এবং খুনিদের কঠোর শাস্তির দাবিতে বেশ কিছুক্ষণের জন্য সুজাপুর স্ট্যান্ডে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা । যদিও পুলিশি আশ্বাসে ঘণ্টাখানেক পর তাঁরা অবরোধ তুলে নেন । খবর পেয়ে মোস্তাফার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে যান রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন । তিনি বলেন, “খুব দুর্ভাগ্যজনক ঘটনা । এটা রাজনৈতিক খুন । যারা মোস্তাফাকে খুন করেছে, আমরা তাদের এবার টিকিট দিইনি । এরা আমাদের দলে থেকে তৃণমূলকে নষ্ট করেছে । তাই ওরা কংগ্রেসে গিয়ে টিকিট নেয় । ভোটে ফায়দা তুলতে আজ ওরা আমাদের প্রাক্তন প্রধানের স্বামীকে পিটিয়ে খুন করেছে । আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছি । খুনিদের কঠোর শাস্তি হোক ।”

যদিও তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা কংগ্রেসের সহ সভাপতি মোত্তাকিন আলম । তিনি জানান, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা । তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । বেআইনি জুয়ার আসরের টাকা-পয়সার বিবাদে ওই ব্যক্তিকে তাঁর দলের লোকজনই পিটিয়ে খুন করেছে বলে আমাদের কাছে খবর রয়েছে । আমরাও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি । তবে যাঁকে খুন করা হয়েছে, বিধানসভা নির্বাচনের সময় আমাদের প্রার্থী ইশা খান চৌধুরীর উপর হামলার ঘটনায় তিনিও জড়িত ছিলেন । তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

তৃণমূলের জেলা কমিটি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক

শীতের সময় পা ফাটা থেকে মুক্তি পাবার উপায় জানুন।

Siliguri news:বড়দাকান্ত প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রন্ধনশালার দ্বার উদ্ঘাটন

দুই ব্রিটিশ সংবাদিককে ঢুকতে দেওয়া হলো না ইসরাইলে 

Murshidabad:আবারও আক্রান্ত পুলিশ, বেআইনি মাটি কাটা রুখতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুই পুলিশ কর্মী ও দুই সিভিক ভলেন্টিয়ার

কৃষ্ণনগর জেলা পুলিশ ও পলাশীপাড়া থানার উদ্যোগে পালিত হল আন্তজার্তিক মাদক বিরোধী দিবস

‘শীত-গ্রীষ্ম-বর্ষা ‘ডাবে’ রাখুন ভরসা’ 

বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভয়াবহ চিত্র সামনে এসেছে

মালদায় ভেঙে দেওয়া হলো কালিয়াচক থানাকে , হচ্ছে নতুন ৮ টি থানা, ভাঙা হচ্ছে ইংরেজ আমলের আরো কয়েকটি থানা

সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কটাক্ষ করতেই মধ্যরাতে রাজপথে হাসিনার বিরুদ্ধে পড়ুয়ারা