Saturday , 22 July 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:মালদায় আদিবাসীদের মহিলাদের নগ্ন করে অত্যাচার, সোচ্চার বিরোধীরা,পাল্টা তৃণমূল

প্রতিবেদক
kartik pal
July 22, 2023 5:00 pm

Newsbazar 24: মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ভাইরাল হওয়া ভিডিও ঘিরে গোটা দেশ যখন তোলপাড়। ঠিক তখনই এই রাজ্যের মালদহ জেলা থেকে আবারো এক অমানবিক ও বর্বরোচিত ঘটনা সামনে এল! এই ঘটনাকে সামনে রেখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য ও সর্বভারতীয় নেতৃত্ব। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকেও তোপ দাগতে ছাড়েননি তারা। মালদহের বিষয়টি নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
স্থানীয় থানা প্রথমে এই অভিযোগ অস্বীকার করলেও ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ এই অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছে। তবে এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার বামন গোলার পাকুয়াহাটে।
বিজেপির অভিযোগ, বামনগোলার পাকুয়া হাটে ২ আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে মারধর করা হয়। অকথ্য অত্যাচার করা হয় তাঁদের উপর। পুলিসের সামনেই গোটা ঘটনা ঘটে। কিন্তু পুলিস কোনও ভূমিকা পালন করেনি। পুলিস ছিল নীরব দর্শক। এই অভিযোগ তুলে একটি ভিডিয়ো টুইট করেন বিজেপির আইটি সেলের অমিত মালব্য।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, প্রচুর মানুষের ভিড় । তার মধ্যে দুই মহিলাকে বেধড়ক মারধর করছেন মহিলারা । চলছে জুতোপেটাও । ঘটনাস্থলে রয়েছেন সিভিক ভলান্টিয়াররাও । তাঁদের মধ্যে এক সিভিক আবার মহিলা । কিন্তু মাত্র দু’জন সিভিক ভলান্টিয়ার অত মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছেন না । মারের চোটে দুই মহিলার পোশাক প্রায় প্রায় খুলে গিয়েছে । একসময় এক মহিলা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পড়েন । গোটা ঘটনাটি দাঁড়িয়ে থেকে উপভোগ করেন অসংখ্য মানুষ । তার মধ্যে পুরুষের সংখ্যাই বেশি
ভিডিওটি শেয়ার করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সংসদ লকেট চট্টোপাধ্যায় সহ আরো অনেক নেতৃত্ব। বিজেপির দাবি, ইতিমধ্যেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত ১৯ জুলাই ঘটনাটি ঘটে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হৃদয় এই ঘটনায় কাঁদছে না বা তিনি এখনও পর্যন্ত এই বর্বরতার বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া জানাননি বলেও টুইটে সমালোচনা করেন বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভাবেই অমিত মালব্য ও সুকান্ত মজুমদারের এই টুইট সামনে আসতেই বিতর্ক দানা বাঁধে। তোলপাড় শুরু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত বামনগোলা থানার পুলিশ প্রথমে এইরকম কোন ঘটনার কথা স্বীকার করেনি । যদিও পরে সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো জেলা পুলিশকর্তাদের নজরে আসে। সক্রিয় হয়ে ওঠে বামন গোলা থানার পুলিশ। গতকালই তারা একটা সুয়োমোটো মামলা রুজু করে। ঘটনার পুলিশি তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে আরও জানা গেছে তদন্তের স্বার্থে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) আবু বক্কর ও ডিএসপি (ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং) আজহারউদ্দিন খান ।
নির্যাতিতার মেয়ে জানিয়েছেন, তাঁর মা ও কাকিমা লেবু বিক্রি করতে গত মঙ্গলবার হাটে গিয়েছিলেন। সেখানেই এক মিষ্টি বিক্রেতা তাঁদের চোর বলে। সঙ্গে সঙ্গে চোর সন্দেহে মা ও কাকিমাকে মারধর করে হাটের লোকজন। কাপড় খুলে মারধর করা হয় বলে দাবি কিশোরীর। পুলিশ ওই দুই মহিলাকে থানায় ধরে নিয়ে যায়। যারা বর্তমানে জেলে রয়েছেন বলে জানিয়েছে ওই নির্যাতিতার মেয়ে।
প্রসঙ্গত, হাওড়ার পাঁচলার পর মালদার বামনগোলার ঘটনা ঘিরে ফের নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। হাওড়ার পাঁচলায় ভোটের দিন বুথের ভিতর বিজেপি মহিলা প্রার্থীকে নিগ্রহের অভিযোগ তুলেছে বিজেপি। বুথের ভিতরই মারধরের পর তাঁর পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি করা হয় বলে দাবি বিজেপির। যদিও, এই অভিযোগের প্রেক্ষিতে কোনওরকম কোনও তথ্যপ্রমাণ মেলেনি বলে জানিয়েছেন রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য। যদিও রাজ্য পুলিশের ডিজির এই বক্তব্যকে খন্ডন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
যদিও মালদহের এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। মন্ত্রী শশী পাঁজা এদিন বলেন, ‘মালদহের বামন গোলার পাকুয়াহাট একটা বিশাল হাট। সেই হাটে অনেকেই আসেন জিনিস কিনতে। এটাও বলা হচ্ছে হয় তো এরা গরিব মানুষ, হয় তো চুরি করেছেন। মহিলা মহিলায় ঝগড়া হয়েছে। তাতেই হয়তো জামা-কাপড় খুলে গেছে। এটা কি রাজনৈতিক কোনও বিষয়? ওখানে লেডি সিভিক পুলিশ ছিলেন। তাঁরা আপ্রাণ চেষ্টা করেছেন ঝগড়া মেটানোর। পুলিশ তো স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

World Womens Day at Siliguri:বিশ্ব নারী দিবসে আদিবাসী জনজাতি মহিলাদের সম্মান প্রদান

ওয়েষ্ট বেঙ্গল ইমার্জেন্সি রিলিফ ফান্ডে মালদা ক্লাব ও সাতসকালের পক্ষ থেকে অনুদান।

পুলিশ-বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ কোথায় এবং কেন পড়ুন

Malda news:পুরুষদের অধিকারের দাবিতে ‘পুরুষ অধিকার সংগঠনের’ পথসভা

Malda news : ক্ষতিপূরণ চেয়ে মুখ্যমন্ত্রী এবং মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন এক মহিলা ব্যবসায়ী

Purba Burdwan :আদিবাসী অধ্যুষিত গ্রাম পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস

Malda news:বিজেপি সরকারের রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে তৃণমূলের বাইক মিছিল

Asia Cup cricket এশিয়া কাপ ক্রিকেট শুরু হতে চলেছে আজ,এক নজরে দেখে নিন ক্রীড়া সূচি ও কোথায় খেলা দেখতে পাবেন

মালদহ দক্ষিণে ও মুর্শিদাবাদে প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের উত্তপ্ত পরিস্থিতি

এয়ারলিফটিং! রাজ্যের শ্রমিকের জন্য বড় সিদ্ধান্ত