Sunday , 2 April 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:বিশ্ব অটিজম দিবসকে সামনে রেখে মালদহে অটিজম বিষয়ে সচেতনতা শিবির

প্রতিবেদক
kartik pal
April 2, 2023 10:39 pm

Newsbazar 24: ২ এপ্রিল রবিবার, ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় সারা বিশ্বের মতো ভারতেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হল। এই দিনটিকে সামনে রেখে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মালদা টাউন হলে হয়ে গেল অটিজম নিয়ে সচেতনতা শিবির।
সারা পৃথিবীতে বেড়ে চলেছে অটিজম। কিন্তু অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (এএসডি) নিয়ে জনমানসে এখনও সচেতনতা একদমই নেই। এ রোগ যে এখনও অবহেলিত, বিশ্ব অটিজম দিবসে সে কথা মনে করিয়ে দিলেন চিকিৎসকরাও। বয়সের সঙ্গে সঙ্গে শিশুর সামাজিক আচরণ যে ভাবে বদলানো উচিত, স্নায়বিক কারণে এ অসুখে তা হয় না। অটিজম এমন একটি রোগ যার মধ্যে শিশুর মস্তিষ্ক সঠিকভাবে বিকাশ করতে সক্ষম হয় না। যাঁরা অটিজম স্পেকট্রামে আছেন, তাঁরাও সমাজের অংশ। আমরা যারা সাধারণ মানুষ, অটিজম স্পেকট্রামের মানুষদের নিজেদের মত করে থাকতে দিয়ে ও থাকার সুযোগ করে দিয়ে কিছুটা মানিয়ে গুছিয়ে নিতে পারি, তাহলে সকলের মঙ্গল। এটি একটি জটিল নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার। অটিজম ব্যাপারটা নিয়ে অনেকেরই স্বচ্ছ ধারণা না থাকার ফলে অনেক বাবা মা তাঁদের শিশু অটিস্টিক জানলে মনের দুঃখে ভেঙ্গে পড়েন। কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শুরুতে ধরা পড়লে এবং দ্রুত বাচ্চাটিকে যথাযথ চিকিৎসা দিলে তার পক্ষে স্বাভাবিক জীবন যাপন করা মোটেও অসম্ভব নয়। বরং দেখা গিয়েছে, এদের বুদ্ধি অনেক বেশি। প্রচলিত পড়াশোনার পাশাপাশি এদের কিছু বিশেষ দক্ষতা থাকে।
সাধারণত দুই বছরের পর থেকে শিশুদের মধ্যে দেখা যায় এই রোগ। শিশুদের এই রোগ সহজে যাতে অভিভাবকেরা নির্ণয় করতে পারেন সে সমস্ত বিষয় নিয়েই এই সচেতনতা শিবির স্বেচ্ছাসেবী সংস্থার। রবিবার মালদা টাউন হলে এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ডা: অনির্বাণ রায়, শিশু চিকিৎসক ডা: নীলাঞ্জন মুখার্জি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখার সভাপতি কে পি সিং সহ মালদা জেলার বিভিন্ন প্রান্তের অভিভাবকেরা। মালদা টাউন হলে অটিজম সচেতনতা শিবিরে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা। স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম সদস্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু চিকিৎসক ডা: নীলাঞ্জন মুখার্জি বলেন, শিশুদের অটিজম রোগ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই শিবির। তিনি আরো বলেন আমাদের এই সংস্থা গোটা উত্তরবঙ্গ জুড়ে অটিজম নিয়ে সচেতনতার জন্য কাজ করে চলেছে দীর্ঘ প্রায় আট বছর ধরে। এছাড়াও গোটা রাজ্য জুড়ে আমাদের ছটি কেন্দ্র রয়েছে। অটিজমে আক্রান্ত বাচ্চাদেরকে সুস্থ করে তুলতে আমরা কাজ করে চলেছি। এদিন অভিভাবক ও প্রাথমিক স্কুলের শিক্ষকদের নিয়ে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে মালদহ টাউন হলে। সারাদিন ধরে আমাদের এই কর্মসূচি চলবে। রাতের বেলা বিশিষ্ট চিকিৎসকরা শিশু চিকিৎসকরা এই কর্মসূচিতে অংশ নেবেন।

সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

রাস্তায় বের হলেই চোখ ও গলা জ্বালা ! কার্যত অঘোষিত লোকডাউন কোচিতে

হিমাচল প্রদেশে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়

Malda:শীত জাঁকিয়ে পড়তেই নলেন গুড় তৈরির ব্যস্ততা মালদহ জেলায়

বিধান নগরে কৃষ্ণা চক্রবর্তী ,চন্দননগরের রাম চক্রবর্তী ও আসানসোলে বিধান উপাধ্যায় মেয়র নির্বাচিত হলেন।

মোদির রোড শো এর দিন থেকে কলকাতায় ১৪৪ ধারা, কেন ?

জেলা প্রশাসনের পর এবার জেলা পরিষদে করোনা আক্রান্ত ৩১ জন কর্মচারী।।

জেলা প্রশাসনের পর এবার জেলা পরিষদে করোনা আক্রান্ত ৩১ জন কর্মচারী।।

৮২-র যুবক অমিতাভ – এর নেপথ্যে কোন সত্য লুকিয়ে আছে

চাকরি প্রার্থীদের সুখবর, নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইন আনল নতুন ফিচার ‘জব কালেকশন’

“আমার পক্ষে ডিএ আর দেওয়া সম্ভব নয়, আমি সাধ্যমতো দিয়েছি। সবসময়ই এই দাও, ওই দাও কেন করঃ মুখ্যমন্ত্রী

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকী, জাতীয় যুব দিবস।।

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকী, জাতীয় যুব দিবস।।