Monday , 22 May 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:প্রকৃতির তাণ্ডব,কয়েক মিনিটের কালবৈশাখীতে মৃত্যু এক নাবালিকা-সহ দু’জনের

প্রতিবেদক
kartik pal
May 22, 2023 6:32 pm

Newsbazar 24: প্রকৃতির তাণ্ডবে মাত্র কয়েক মিনিটের কালবৈশাখীতে মৃত্যু এক নাবালিকা-সহ দু’জনের । এই
তাণ্ডব গোটা মালদহ জেলা জুড়ে।তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মালদা জেলার দুইটি ব্লক।ঝড়ে প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে। ঝরে পড়েছে প্রচুর আম । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবিবপুর এবং হবিবপুর লাগোয়া পুরাতন মালদহের বিশাল অংশ। জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করতে উদ্যোগী হয়েছে ।
গতকাল রাত ন’টা নাগাদ হঠাত্‍ কালবৈশাখী আছড়ে পড়ে হবিবপুর ব্লকে । মাত্র মিনিট পনেরোর ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা । ঝড়ের সঙ্গে ছিল প্রবল শিলাবৃষ্টি । বজ্রপাতও শুরু হয়ে যায় । ঝড়ের দাপটে বহু গাছ উপড়ে পড়ে । ছিঁড়ে যায় বিদ্যুতের তার । মালদা-নালাগোলা রাজ্য সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায় ।
হবিপুর সংলগ্ন পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামের বাসিন্দা বংশীবদন মণ্ডল ঝড়ের সময় জমিতে থাকা খামারবাড়িতে ছিলেন জমিতে ধান কাটানোর জন্য । হঠাত্‍ বিশাল একটি শিমূল গাছের মোটা ডাল খামারবাড়ির উপর পড়ে মৃত্যু হয় বংশীবদন মন্ডলএর(৫২) । পরবর্তীতে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা তাঁকে মৃত ঘোষণা করেন । তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারের স্ত্রী ও দুই ছেলেমেয়ে শোক স্তব্ধ।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, ওই খামারবাড়িতে বংশী বদনের সঙ্গে ধান কাটার শ্রমিকরাও ছিলেন । শিমূল গাছের মোটা ডাল মাথা আর বুকের উপর পড়ে । অল্পবিস্তর আহত হন ৭-৮ জন শ্রমিক। স্ত্রী আর দুই ছেলেমেয়ে অথৈ জলে পড়ে গেল বলে হতাশা পরিবারের। ঝড়ের তাণ্ডবে আনন্দনগর গ্রামেই মামার বাড়ি বেড়াতে এসে মৃত্যু হয় ১০ বছরের এক কিশোরীর । তার নাম মিষ্টি মণ্ডল । বাড়ি বৈষ্ণবনগর থানার রাজনগর কলোনি গ্রামে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আম খেতে গতকালই আনন্দনগর গ্রামে মামা শম্ভু মণ্ডলের বাড়িতে এসেছিল মিষ্টি । গতকাল রাতে প্রবল ঝড়ে মামার বাড়ি ভেঙে যায় । টালির চালার নীচে চাপা পড়ে যায় মিষ্টি । তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি । চিকিত্‍সকরা তাকে মৃত ঘোষণা করেন ।

শম্ভু মণ্ডলের এক প্রতিবেশী জানান, “ঝড়বৃষ্টি শুরু হওয়ার কিছু আগেই মেয়েটা মামার বাড়িতে এসেছিল । খাবার খেয়ে ও ঘুমোতে যায় । ঝড় উঠলে সবাই এক জায়গায় বসেছিল । হঠাত্‍ ঝড়ে ওই বাড়ির টালির চালা ভেঙে পড়ে । চাপা পড়ে মেয়েটি চিত্‍কার করলেও ঝড়ের দাপটে তার আওয়াজ কেউ শুনতে পায়নি । ঝড় থামলে ওকে বুলবুলচণ্ডী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ততক্ষণে অবশ্য মেয়েটির মৃত্যু হয়েছে ।”
এ দিকে, গতকাল মুচিয়ার রামপাড়া গ্রামে বিয়ের আসর বসেছিল । কালবৈশাখীতে বিয়েবাড়ির প্যান্ডেলের উপর উপড়ে পড়ে বিশাল এক বটগাছ । গাছের ডাল পড়ে ভেঙে যায় পাত্রীর বাড়িও । সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত না হলেও বিয়ের অনুষ্ঠান প্রায় পণ্ড হতে বসেছিল । শেষ পর্যন্ত বামনগোলা ব্লকের নালাগোলায় থাকা পাত্রের বাড়ি থেকে খাবার এনে নিমন্ত্রিতদের খাওয়ানো হয় । কোনওরকমে বিয়ের অনুষ্ঠান শেষ করেন পাত্রীর বাড়ির লোকজন ।
উত্তর মালদহের, রতুয়া, চাচল ও হরিশ্চন্দ্রপুরের একাংশে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।
রাতের কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি হয়েছে আমের । এই সময় গাছ থেকে আম পাড়ার কাজ শুরু হওয়ার কথা । কিছু বাগানের আম আম পেকে গিয়েছে । । ঝড়ের দাপটে এদিন সকালে একাধিক বাগানে যত্রতত্র আম পড়ে থাকতে দেখা গিয়েছে । বিশেষ করে পুরাতন মালদা হয়ে আদমপুরে এক বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে আমের। পাশাপাশি ক্ষতি হয়েছে সবজি চাষেরও । জেলা প্রশাসন এই খবর পাওয়ার মাত্রই তৎপর হয়ে ওঠে। এ নিয়ে জেলাশাসক জানান , “গতকাল রাতের ঝড়ে দু’জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে একজন নাবালিকা । ঝড়ে আম-সহ কিছু ফসলের ক্ষতি হয়েছে । চাষে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করা হচ্ছে । সেই রিপোর্ট পাওয়া গেলেই প্রকৃত ক্ষতির হিসাব বলা যাবে ।”

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

Siliguri news:উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে উপাচার্যকে গ্রেপ্তারের দাবিতে পথে ABVP

দোকান থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী।

Murshidabad News:বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে উত্তাল মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর

বিশ্বজয়ী মহিলা উইকেট রক্ষক রিচাকে নিয়ে মাতলো শিলিগুড়ির মানুষ

Purba Burdwan News: হনুমান মন্দির ভাঙার অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামবাসীরা, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ

ভোটের দিন বাড়িতে বসে থাকার নিধান তৃণমূল বিধায়কের, ভোট দিলে জলের লাইন কেটে দেওয়ার হুমকি

Malda:সকাল সকাল মালদা মেডিকেল কলেজে সিবিআই, গ্রেফতার হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার

প্রতি শুক্রবার পালন করুন সন্তোষী ব্রত

মিল্কী পুলিশ ফাঁড়ির পরিচালনায় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে সভাধিপতি

World news তানজানিয়ায় ভয়াবয় হোক প্লেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত জনের মৃত্যু।