Saturday , 29 April 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:নদী ভাঙ্গন রোধে মালদহের গাজোল ও মানিকচকের ছয় কোটি টাকার প্রকল্পের সূচনা

প্রতিবেদক
kartik pal
April 29, 2023 4:53 pm

Newsbazar 24 :নদীর ভাঙ্গনের হাত থেকে মালদহ জেলার আরও দুটি ব্লকের বিস্তীর্ণ এলাকাকে রক্ষা করতে বাঁধ বাঁধানোর পরিকল্পনা নিল রাজ্য সেচ দফতর। এজন্য প্রায় ছয়’কোটি টাকা খরচে প্রকল্পের কাজ শুরু হল। শনিবার এই কাজের সূচনা করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদহের গাজোল ও মানিকচকের তিনটি এলাকায় ১২৫০ মিটার ভাঙন রোধের কাজ করা হবে। এর ফলে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা কমবে। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষজন ভাঙ্গন রোধের কাজের দাবি জানিয়ে আসছিলেন। ওই এলাকায় ভাঙন রোধের কাজ হলে বেশ কয়েকহাজার মানুষ উপকৃত হবেন।
মালদহের গাজোল ও মানিকচকের তিনটি এলাকায় ১২৫০ মিটার ভাঙন রোধের কাজ শুরু করছে রাজ্য সেচদপ্তর। গাজোলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের ডোবাখোকসান এলাকায় টাঙ্গন নদীর ডানপাড়ে ৫০০ মিটার ভাঙনরোধের কাজ হবে। গাজোলের বৈরগাছি-২ গ্রাম পঞ্চায়েতের দেওয়ানী এলাকায় মহানন্দা নদীর বামপাড়ে আরও ৫০০ মিটার ভাঙনরোধের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একইসঙ্গে মালদহের মানিকচকের চৌকিমীরজাদপুর গ্রাম পঞ্চায়েত কাঞ্চনতলা এলাকায় আরও আড়াইশো(২৫০) মিটার ভাঙ্গনরোধের কাজ এদিনই শুরু করা হয়েছে।

এদিন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, মালদহের রতুয়া, মানিকচক ও বৈষ্ণবনগরে ভাঙ্গন প্রতিরোধের বহু টাকা ব্যয় হলেও অনেক ক্ষেত্রেই কাজ টেকসই হচ্ছে না। এজন্য রাজ্যের সেচদপ্তর উচ্চপর্যায়ের প্রযুক্তিগত সমীক্ষা চালাবে। বিশেষজ্ঞ দল মালদহের এই তিনটি ব্লকের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে দেখবেন, কোথায় সঠিক কি পদ্ধতিতে কাজ হলে তা দীর্ঘমেয়াদী সুফল দেবে। মালদহের পাশাপাশি মুর্শিদাবাদেও ভাঙ্গন কবলিত এলাকায় সমীক্ষা চালাবে রাজ্য সেচ দপ্তরের এই বিশেষজ্ঞ দল। এদিন প্রকল্পের কাজের সূচনা করে অনুষ্ঠান মঞ্চ থেকেই ভাঙনরোধে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। একইসঙ্গে বিজেপির সাংসদ ও স্থানীয় বিধায়ককে কার্যত তুলোধোনা করেন রাজ্যের মন্ত্রী। বলেন, ভোটে জিতে জনপ্রতিনিধি হবো আর এলাকার মানুষের স্বার্থে কথা না বলে চুপ করে থাকবো, তা চলবে না। বাপের বেটা হয়ে থাকলে এলাকায় ভাঙ্গনের সমস্যা কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরতে হবে।
মালদহের গাজোলে যে এলাকায় এদিন ভাঙনরোধের কাজের সূচনা হয় সেখানে ১৯৮৭ সাল থেকে দফায় দফায় ভাঙন সমস্যা চলছে। গ্রামের কয়েকশো পরিবার ভাঙ্গনের মুখে বারবার ভিটেমাটি হারিয়েছেন। ২০১৭ সালেও ভয়াবহ নদী ভাঙ্গনের সাক্ষী হয় গাজোলের চাকনগর পঞ্চায়েতের এইসব এলাকা। অবশেষে রাজ্য সরকার ভাঙনরোধের প্রকল্প হাতে নেওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

৭৩ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে নাকা চেকিং।

শিমলার শিবমন্দিরের ধ্বংসস্তূপের তলায় এখনও চাপা পড়ে মৃতদেহ

নেহেরু যুব কেন্দ্রের পরিচালনায় ব্লক লেভেল ইউথ ক্লাব ডেভোলাপমেন্ট কনভেনশান

কর্তব্যরত নার্সকে চড় মারার ঘটনায় মুর্শিদাবাদের সি এম ও এইচ আর কাছে ডেপুটেশন

ঠাকুর রামকৃষ্ণের দেখানো পথেই নরেন হয়ে উঠেছিল স্বামী বিবেকানন্দ

চিন্তাধারা শর্ট সিনেমায় হিন্দু মুসলিম জাতপাতের ঊর্ধ্ব পতন।

গরুপাচার মামলায় সিবিআইয়ের তলব বীরভূমের জেলা তৃনমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে।

রাজ্য সরকারের আবেদনে কর্মচারীদের ডিএ মামলা পেছালো‌‌‌।।

टी वॉर्कर्स यूनियन तराई डुवार्स व हिल कमिटी की ओर से शनिवार को  स्वागत समारोह का आयोजन

टी वॉर्कर्स यूनियन तराई डुवार्स व हिल कमिटी की ओर से शनिवार को स्वागत समारोह का आयोजन

ব্যাট প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে মামলা করলেন সচিন তেন্ডুলকর