Tuesday , 4 April 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:জেলায় দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপক সাড়া,চার দিনে প্রায় ৪৭ হাজার উপভোক্তা উপস্থিত

প্রতিবেদক
kartik pal
April 4, 2023 7:55 pm

Newsbazar 24 :মালদা জেলায় ষষ্ঠ দফার দুয়ারে সরকার কর্মসূচির আজ পর্যন্ত চার দিনে প্রায় ৪৭ হাজার উপভোক্তা বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রহণ করতে হাজির হয়েছিলেন। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক নীতিন সিংহানিয়া জানান এ দিন ৫৭৮ টি দুয়ারে সরকার ক্যাম্প চলছে। বিগত ১লা এপ্রিল থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প চলছে। শনি রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও বেশ কিছু ব্লকে বিডিওরা নিজেদের উদ্যোগে এই ক্যাম্প চালু রেখেছিলেন। এখনো পর্যন্ত ৪৬ হাজার ৮৪১ জন উপভোক্তা এই দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য হাজির হয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে লক্ষী ভান্ডার প্রকল্পে এখানে প্রায় ১৪০০০ উপভোক্তা তাদের দরখাস্ত জমা করেছেন। তারপরে রয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প এখানে প্রায় ৭৪০০ জন এছাড়াও বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় প্রায় সাড়ে পাঁচ হাজার, কাস্ট সার্টিফিকেটের জন্য প্রায় ২৩০০ জন উপস্থিত হয়েছিলেন। জেলার বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকরা একটি বিশেষ উদ্যোগ নিয়ে বয়স্ক মানুষদের জন্য আলাদা কাউন্টার খুলেছেন। এই সিনিয়র সিটিজেন ক্যাম্পে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার বয়স্ক মানুষ তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য যেমন বিধবা ভাতা বার্ধক্য ভাতা স্বাস্থ্য সাথী এবং সামাজিক সুরক্ষার যোজনা সহ বিভিন্ন প্রকল্পের জন্য তারা দরখাস্ত জমা দিয়েছেন। সেখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক অথবা পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কর্মচারীরা হাজির হয়ে নিজের হাতে ফরম ফিলাপ করে দিয়েছেন। এ ছাড়াও তিনি আরো জানান সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই ক্যাম্প ১০ তারিখ পর্যন্ত চলবে তারপর ১১ তারিখ থেকে এই দরখাস্ত গুলোর নিষ্পত্তি করার কাজ শুরু হবে। সেই অপেক্ষায় বসে না থেকে ইতিমধ্যে বিভিন্ন ব্লকের আধিকারিকরা বেশ কিছু সমস্যার সমাধান করে দিয়েছেন। এতে স্বাভাবিকভাবেই মানুষ খুবই খুশি এবং রাজ্য সরকারের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। তিনি স্বাস্থ্য সাথী প্রকল্পের একটি সাফল্যের কথা তুলে ধরেন চাচল ২ নম্বর ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণডাঙ্গা গ্রামের মোঃ আইস হক তিনি তার হৃদ যন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরিবার খুবই গরীব এবং কিভাবে চিকিৎসা করাবেন তারা ভেবে পাচ্ছিলেন না। তার পরিবারের এক আত্মীয় বিগত দুই তারিখে দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করেন চাচল ২ নম্বর ব্লকের বিডিও বিশেষ উদ্যোগ নিয়ে ওই বয়স্ক বৃদ্ধের স্বাস্থ্য সাথী কার্ড করে দেন। এবং তিনি বর্তমানে চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে। তার পরিবার রাজ্য সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। জেলাশাসক আরো জানান তিনি এদিন গাজোলের বাদনাগরা উচ্চ বিদ্যালয় দুয়ারে সরকার ক্যাম্প উপস্থিত হন। এই ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাছে কিনা সেদিকে নজর রেখে সকাল থেকেই দুয়ারে সরকার ক্যাম্প বসানো হয়েছে সে ক্যাম্পে পরিদর্শন করলেন জেলাশাসক ও পুলিশ সুপার সহ জেলা বিভিন্ন আধিকারিকরা। এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলেন এবং কি কি সুবিধা পাচ্ছেন ও কি কি পাচ্ছেন না সেই সব বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং মানুষের ফর্মগুলি নিজে হাতে ফিলাপ করে দেন পুলিশ সুপার ও জেলাশাসক।এছাড় বিভিন্ন কাউন্টারে ঘুরে দেখলেন।এই দুয়ারে সরকার ক্যাম্পে ঘিরে স্কুল চত্বরে জমজমাট হয়ে ওঠে।দুয়ারে সরকার প্রকল্পের প্রায় সব ধরনের প্রকল্পের পরিষেবা রাখা হয়েছিলো।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

ভাগীরথীতে বাড়লো জলস্তর, পূর্ব বর্ধমান এবং নদীয়ার সংযোগ কারী ফেরিঘাট বন্ধ করেদিল জেলা প্রশাসন

ভিড় সামাল দিতে শনি এবং রবিবার চলবে অতিরিক্ত মেট্রো

শ্যাম ভক্ত মণ্ডল সমিতির সাহায্যে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ।

আফগানিস্তানে তালিবান সরকারকে স্বাগত চীনের, বিশ্বের অন্যান্য দেশ নীরব ভূমিকায়

Siliguri news : পুলিশ কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল Siliguri গভর্মেন্ট রেল পুলিশ

মুখ্য মন্ত্রীর আবেক কে বুড়ো আঙুল দেখিয়ে লাগামছাড়া ফি নেওয়ার অভিযোগ উঠল মালদা গৌড় কলেজের বিরুদ্ধে

আমের নানা রেসিপি , বাড়িতে বানিয়ে নিন কাঁচা আমের নানা রেসিপি

আরজিকর কান্ডের আবহে প্রকাশ্য রাস্তায় ফেলে এক গৃহবধূকে পেটাচ্ছেন গ্রামের কিছু মাতব্বর পুরুষেরা, এদের পিছনে কারা উঠছে প্রশ্ন?

মোথাবাড়ি বিধানসভার কমলপুর গ্রামে ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউশনশিপের উদ্বোধন

আবারো পুলিশের জালে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকরী