Thursday , 17 November 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:করোনার গ্লানি কাটিয়ে কার্তিকের বরনে মেতে উঠল মালদহের রায় পরিবার

প্রতিবেদক
kartik pal
November 17, 2022 5:56 pm

Newsbazar24:উৎসবের আবহে বাঙালি মাতোয়ারা। কালী পুজো, জগদ্ধাত্রী পুজো শেষে এবার কার্তিক পুজো। অবতীর্ণ স্বয়ং চিরকুমার কার্তিক ঠাকুর। এই বাংলায় দুর্গাপুজো কালীপুজোকে নিয়ে মাতামাতি থাকলেও কার্তিক পুজো নিয়ে তেমন উল্লাস দেখা যায় না। তবে স্থান বিশেষে পার্থক্য অবশ্যই রয়েছে। যেমন মালদা জেলার ইংরেজবাজারের সাহা বাড়ির প্রায় আড়াইশো বছরের পুরোনো কার্তিক পুজো। মালদা শহরের ফুলবাড়ির এই কার্তিক অবশ্য বাঁকে বিহারি নামেও পরিচিত।
এখানে কার্তিক পুজোকে ঘিরে মালদহ বাসীর আবেগ-উত্তেজনার বিন্দুমাত্র ঘাটতি নেই। এবারে শনিবার সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে এই পুজো। বিগত দুই বছরে করোনার কারণে পুজোয় তেমন জনসমাগম লক্ষ্য করা যায়নি। তবে এবারে করোনার প্রকোপ না থাকার কারণে মানুষের ঢল নামবে বলে আশা সাহাবাড়ির বর্তমান প্রজন্মের।বর্তমানে পার্থপ্রতিম রায়ের হাতে পুজোর দায়িত্ব।
এই পুজোর ইতিহাস সম্পর্কে জানা যায়, বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে তুঁত-রেশম শিল্পের কেন্দ্র হিসেবে মালদার খ্যাতি ছিল।সেই সময়ই বেনারস থেকে মালদহে ব্যবসার উদ্দেশ্যে আসেন মনমোহন সাহার পূর্বপুরুষরা । মনমোহন সাহা, যাঁর বাড়ির কার্তিক পুজোই ‘সাহা বাড়ির কার্তিক পুজো’ নামে পরিচিত। তবে এই পুজোয় কার্তিক ঠাকুরের সাথে হাজির থাকেন আরো ২৩ জন দেবদেবী। মূল কার্তিক ঠাকুরের বাঁদিকে থাকেন ভগবতী, অন্নপূর্ণা এবং সরস্বতী। আর ডানদিকে মহালক্ষ্মী, লক্ষ্মী ও সাবিত্রীর অবস্থান লক্ষ্য করা যায়। তাঁদের মাঝে বিরাজ করেন আরো ৭ দেবদেবী। ডানদিকে থেকে তাঁরা হলেন বশিষ্ঠ, গণেশ, জয়া, মা গঙ্গা, বিজয়া, শ্রীকৃষ্ণ এবং বাল্মিকী। তবে এক্ষেত্রে দেব-দেবীর মূর্তির পাশাপাশি লক্ষ্য করা যায় পরীর অবস্থানও। এঁরা বাদেও আরো নয় জন দেবদেবীও উপস্থিত থাকেন কার্তিক ঠাকুরের সঙ্গে। ওপরে বাঁদিক থেকে দেখা যায় লব, লক্ষ্মণ, রাম, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ভরত, শত্রুঘ্ন ও কুশের মূর্তি। এই সারির শুরু এবং শেষে একটি সিংহ ও একটি সিংহীর উপস্থিতি চোখে পড়ে। তবে এতো দেবদেবীর উপস্থিতির কারণটিও বেশ উল্লেখযোগ্য। সাহা পরিবারের সর্বজেষ্ঠ্য পুত্রের যখনই একজন পুত্র সন্তান জন্ম লাভ করত তখনই একজন করে দেবতা যুক্ত করা হত মূল কার্তিক ঠাকুরের সাথে। তবে পরবর্তীকালে এই প্রথা বন্ধ করে দেওয়া হয়।
এত দেবদেবীর মাঝে কার্তিক ঠাকুরের প্রতিমাটিই সবচেয়ে বড়ো। ২০ ফুট উচ্চতার ডাকের সাজে এখানে সুসজ্জিত থাকেন কার্তিক। এই পুজোকে কেন্দ্র করে মেলাও বসে। সাত দিন ধরে এই মেলা চলে। এর বিস্তৃতি ইংরেজবাজারের পাকুড়তলা‌ থেকে ৪২০ মোড় পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের সমাগম দেখলেই বোঝা যায় এই পুজোকে ঘিরে এলাকাবাসীর উত্তেজনা। এই মেলায় বিক্রি হওয়া কাঠের আসবাবপত্রের কদর খদ্দেরের কাছে অনেক। সঙ্গে এখানকার বিশেষত্ব ভ্যাটের খই। কার্তিক পুজোকে কেন্দ্র করে মানুষের এমন এমন উৎসাহ আর কোথাও চোখে পড়ে না বললেই চলে!
ইতিমধ্যে রায় বাড়ীর ঠাকুর দালানে পুজো প্রস্তুতি শেষ। ঝাড়বাতি আর ফুলের আলোয় ঝলমল করছে গোটা ঠাকুরদালান।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

মাঘী পূর্ণিমা। বিশ্বের বৌদ্ধরা সহ হিন্দুরা কেন এই দিনটিকে বিশেষ দিন হিসেবে পালন করে

রাশিফল — 23 April

Malda news:হাটের পকেটমাররাই আজ তৃনমূলের নেতা, জনগণের সমাজ সেবক! তৃনমূল কে কটাক্ষ বাম নেতা খলিলের

Nadia news: সিআইডির জালে কুখ্যাত মাদক পাচারকারী উদ্ধার তিন কোটি টাকার হেরোইন

স্পিনের ভেলকিতে ইংল্যান্ডকে হারিয়ে টি -২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

অনাথ আশ্রমে মানবাধিকার সংগঠনের বৃক্ষরোপন রায়গঞ্জে

অষ্টাদশ লোকসভার ভোটাভুটিতে জয়ী হলেন এনডিএ প্রার্থী ওম বিড়লা ! স্পিকার পদে নির্বাচিত হলেন তিনি

বলিউডের সুপারস্টার রাজা বাবু গোবিন্দা ছুটি কাটাতে সস্ত্রীক দার্জিলিঙে নিজের বাড়িতে, ভিডিওতে দেখুন।

মাদক বিরোধী দিবসের সচেতনতা মিছিলে মত্ত পুলিশ আধিকারিকের উপস্থিতি বিতর্কের মুখে?

সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করলো ইংরেজ বাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদ