Monday , 26 December 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:আবাস যোজনায় দুর্নীতি এবং স্বজন-পোষণের প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ তৃণমূলের

প্রতিবেদক
kartik pal
December 26, 2022 8:26 pm

Newsbazar 24: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। আবাস যোজনায় ব্যাপক পরিমাণ দুর্নীতি করেছে তৃণমূল অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। কিন্তু এবার উল্টো চিত্র। কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত উপ-প্রধানের। কংগ্রেসকে তীব্র কটাক্ষ তৃণমূলের। তুঙ্গে রাজনৈতিক চাপানোতোর। আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটোকে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। অভিযোগ আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত প্রধানের ভাই, উপ-প্রধানের বাবা এবং সদস্যদের একাংশের নাম রয়েছে। যাদের পাকা বাড়ি রয়েছে এবং আর্থিক ভাবে বিত্তশালী।কিন্তু যাদের পাকা বাড়ি নেই,সরকারি খাস জমিতে বসবাস করে,দিন আনে দিন খাওয়া পরিবার, তাদের নাম নেই তালিকায়। এমনকি কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সেকেন্দার বক্সের বিরুদ্ধে তালিকায় নাম তোলার জন্য কাটমানি নেওয়ার অভিযোগ। অভিযোগ কাটমানি দেওয়ার পরেও তালিকায় নাম আসেনি। টাকা ফেরত না পেলে জুতোর মালা পড়ে ঘোরানো হবে হুঁশিয়ারি গ্রামবাসীর। প্রসঙ্গত প্রত্যেক দিন সমগ্র হরিশ্চন্দ্রপুর এলাকায় আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াচ্ছে। দুর্নীতির অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। রাস্তায় নেমে কংগ্রেসের প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু এবার কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে একই অভিযোগ ওঠায় পাল্টা তীব্র কটাক্ষ তৃণমূলের। সাধারণ মানুষের প্রশ্ন তবে কি প্রত্যেক দলই দুর্নীতি করবে? আর বঞ্চিত হতে হবে তাদের। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক তরজা।

বিক্ষোভকারী আনোয়ারড হোসেন বলেন, আমরা বাইরে কাজ করতাম এখানে এসে ঘরের তালিকায় নাম তোলার জন্য উপ-প্রধানকে টাকা দিয়েছিলাম। আমাদের থাকার ঘর নেই। কিন্তু যাকে টাকা দিয়েছি সেই তালিকা থেকে নাম কেটে দিয়েছে। এর জন্য আমরা বিক্ষোভ করছি।
ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সেকেন্দার বক্স বলেন, তালিকা থেকে নাম কাটা গেলে মানুষ বিক্ষোভ করতেই পারে। কারোর অভিযোগ থাকলে প্রশাসন খতিয়ে দেখবে। কিন্তু কাটমানির অভিযোগ ভিত্তিহীন।২০১৮ সালের তালিকায় আমার বাবার নাম ছিল বর্তমানে নেই।
হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন, এক সময় কংগ্রেস যখন পঞ্চায়েত গুলোতে ক্ষমতায় ছিল ব্যাপক হারে দুর্নীতি করত। দুর্নীতি করা ওদের অভ্যাস। ওরা আমাদেরকে নিয়ে বড় বড় কথা বলছে। এদিকে নিজেরা দুর্নীতি করছে। তবে তৃণমূলের আমলে সাধারণ মানুষ বঞ্চিত থাকবে না।

হরিশ্চন্দ্রপুর এলাকায় প্রত্যেকদিন অন্তত দুই তিন জায়গায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে মানুষ বিক্ষোভ করছে। এতদিন বারবার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। কিন্তু এবার কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেও একই অভিযোগ। সাধারণ মানুষের প্রশ্ন তবে ক্ষমতায় যে থাকবে সেই কি দুর্নীতি করবে। সমগ্র ঘটনা সঠিক ভাবে সামলানো এই মুহূর্তে প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

নূতন বৎসরে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

জীবনের শেষ ভোট দিয়েই আজ মারা গেলেন ভারতের প্রথম ভোট দাতা

Confidence : আমি চাই বিজেপির স্বরাষ্ট্র মন্ত্রী আমিত শাহ র বিরুদ্ধে লড়তে: কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

থানকুনি পাতা – বহুরোগ বিনাশক

কোলকাতায় চিনামাঞ্জার বলি ১, খবরে উঠে আসছে এজেসি বোস উড়ালপুল ও মা উড়ালপুলের নাম

মালদায় জন্ম, ভারত জুড়ে প্রসিদ্ধ SOMA GLASS & Glass ! জানেন কি কেন ?

Malda:পূর্ব রেলের মালদা বিভাগীয় অফিসের রেল কর্মচারীদের জন্য একদিনের হিন্দি কর্মশালা

দুই দিনের টানা বৃস্টিতে কালীপূজার প্রতিমা শিল্পী ও উদ্যোক্তাদের মাথায় হাত।

এম আর আই করার আগে হয়ে যান সাবধান ! টেকনিশিয়ানের একটু ভুলের জন্যই হতে পারে মৃত্যুও

মালদা ফ্লাইওভার ব্যবসায়ী সমিতির অসহায় ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী বিতরণ