Wednesday , 15 February 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news: বীরভূমের শান্তিনিকেতনের আদলে আয়োজিত সোনাঝুরি হাট ঘুরে দেখলেন সস্ত্রীক জেলাশাসক

প্রতিবেদক
kartik pal
February 15, 2023 4:41 pm

Newsbazar24: বীরভূমের শান্তিনিকেতনের আদলে আয়োজিত সোনাঝুরি হাট ঘুরে দেখলেন সস্ত্রীক জেলাশাসক।মঙ্গলবার রাতে হস্তশিল্প মেলায় উপস্থিত হয়ে ছিলেন, সপরিবারে জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য আধিকারিকরা। সাথে ছিলেন উদ্যোক্তাদের পক্ষে কাউন্সিলর দুলাল সরকার, চৈতালি ঘোষ সরকার ।বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে শিল্পীদের সঙ্গে কথা বলেন জেলাশাসক। কোথা থেকে এসেছেন, কি বিক্রি করছেন, কোনো সমস্যা রয়েছে কিনা সবই খতিয়ে দেখেন তিনি। এ ছাড়াও বিভিন্ন স্টল থেকে প্রয়োজনীয় সামগ্রী কেনেন জেলা শাসক ও তার পরিবার।
প্রসঙ্গত ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় ,ইংরেজবাজার পৌরসভার ২০ ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলার দুলাল সরকার ও চৈতালি ঘোষ সরকারের সহযোগিতায় বোলপুরের শান্তিনিকেতনের আদলে
মঙ্গলবার বিকেলে মালদা শহরের মহানন্দা শিশু উদ্যানে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে সোনাঝুরি হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের এই হাট তৃতীয় বর্ষে পড়ল। আগামী ২০ তারিখ পর্যন্ত সাত দিন ধরে চলবে সোনাঝুরি হাট। রাজ্যের বিভিন্ন জেলার শতাধিক শিল্পী তাদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন সোনাঝুরি হাটে। কাপড়, কাঠের তৈরি আসবাবপত্র সহ ঘর সাজানোর সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এর পাশাপাশি মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখার পরে জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন এখানে এই সোনাঝুরি হাটে এসে খুবই ভালো লাগছে। এই মেলা আয়োজন করার জন্য পৌরসভার কাউন্সিলর দুলাল সরকার ও চৈতালি ও সরকারকে অনেক অনেক অভিনন্দন। পাশাপাশি ক্রিয়েটিভ বেঙ্গলকে ও ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরকারিভাবে মেলা হয়। আমাদের উদ্দেশ্য বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠী এবং গ্রামের বিভিন্ন হস্তশিল্পীরা যে জিনিসগুলো তৈরি করেন এই মেলা তাদেরকে একটা প্লাটফর্ম দেয় জিনিসগুলো বিক্রি করার জন্য এবং আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য। পাশাপাশি আমরাও জেলা বাসি হিসেবে মেলাগুলো উপভোগ করি এই মেলায় মালদহসহ রাজ্যের বিভিন্ন অংশের বহু স্বয়ম্বর গোষ্ঠী তাদের পসরা নিয়ে হাজির হয়েছে আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার লক্ষ্যে।
উদ্যোক্তা কাউন্সিলার দুলাল সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের সক্রিয় সহযোগিতায় আমরা তৃতীয়বার এই সোনাঝুরি হাটের আয়োজন করেছি। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এদিন এই মেলার অনুষ্ঠানিক উদ্বোধন হলো। রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ১০০ জন শিল্পী এই মেলায় অংশগ্রহণ করেছে।পাশাপাশি মালদহের স্বনির্ভর গোষ্ঠীও আমাদের এই সোনা জুড়ি হাটে সামিল হয়েছেন। গত বছর মালদহে এই মেলা থেকে আমাদের শিল্পীরা প্রায় ২৪ লক্ষ টাকার হস্ত শিল্প বিক্রি করেছিলেন। আমাদের আশা এবারেও তারা গতবারের রেকর্ড ছাপিয়ে যাবেন। তিনি আরো জানান শিল্পীরা তাদের সংস্কৃতি এবং শিল্পকলা নিয়ে এই মেলায় হাজির হয়েছে আর্থিক লাভের আশায়। পাশাপাশি সাত দিন ধরে এই মেলায় জেলার শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এক কথায় এই মেলার মধ্য দিয়ে এই কদিন একদিকে যেমন মানুষ আনন্দ উৎসব মেতে ওঠে অন্যদিকে শিল্পীরা তাদের হস্তশিল্প বিক্রি করে কিছু রোজগার করেন।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

কালীতলা ক্লাবের উদ্যোগে এলাকার সংখ্যালঘু ভাই-বোনদের প্রাক-ঈদের শুভেচ্ছা ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ।

তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে ট্রাফিক পুলিশদের সম্বর্ধনা।।

সীমান্তবর্তী এলাকার দুস্থ মানুষের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ বিএসএফের

মানুষ সত্যিকারের ভোটাধিকার সবাই পেত, তাহলে নবান্নের গদি বিলীন হয়ে যেত : শোভন চট্টোপাধ্যায়

ঘূর্ণিঝড় ‘হামুন’এর আক্রমনে বাংলাদেশে মৃত ৩, ২ ঘণ্টার তান্ডপে সব কিছু লন্ড ভন্ড

বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান টাইম স্কোয়ারে আগামী ১৫ই আগষ্ট ভারতের বৃহত্তম জাতীয় পতাকা উত্তোলন হবে।।।

Malda Sports:আত্মরক্ষায় মার্শাল আর্টের প্রশিক্ষণ শিবির ও পরীক্ষা

কালীপূজার আগের দিন ‘ভূত চতুর্দশী’তে কেন ১৪ রকমের শাক খাবার বিধান আছে হিন্দু ধর্মে ?

অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ে ভাষণ দিতে যাচ্ছেন মমতা

যাদবপুর নিয়ে রবিবার বিকেলে ব্রাত্য কী বললেন?