Newsbazar 24:পূর্ব রেলের মালদহ ডিভিশনের উদ্যোগে শুরু হলো “স্বচ্ছতা পক্ষকাল” উদযাপন। এই উপলক্ষে শুক্রবার সকালে মালদহ টাউন স্টেশন চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর অনুষ্ঠানিক উদ্বোধন হয়। শোভাযাত্রা সহকারে স্কাউট অ্যান্ড গাইডসের সদস্যদের নিয়ে রেল আধিকারিকরা সচেতনতা অভিযান চালান। স্টেশন চত্বর এবং স্টেশনের বাহিরে এলাকায় আগাছা জঙ্গল পরিষ্কার করেন। জানা যায় আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এই পক্ষকাল উদযাপন চলবে। স্বচ্ছতা পক্ষকাল-এর উদ্বোধনের দিন বিভাগীয় দপ্তরে রেল কর্মীরা স্বচ্ছতার শপথ বাক্য পাঠ করেন। এই পক্ষকাল উদযাপনের অঙ্গ হিসেবে সমস্ত স্টেশন, ট্রেন, রেল লাইন, রেল কলোনী শৌচালয়, ট্রেন ইয়ার্ডস, ডিপো ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।