News bazar24: ২১ শে মার্চ আন্তর্জাতিক কবিতা দিবস। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মালদা বিপিন বিহারী টাউন হলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কবিতা দিবস। মালদা শিল্পী সাংসদ এর পরিচালনায় এই আন্তর্জাতিক কবিতা দিবস উদযাপন হয়। মঙ্গলবার সন্ধ্যায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা জানান প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মালদা শিল্পী সংসদের পরিচালনায় এই আন্তর্জাতিক কবিতা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন কবি, শিল্পী, সংস্কৃতি, মনস্ক মানুষদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।এই আন্তর্জাতিক কবিতা দিবসের মাঝে কবি মনোরঞ্জন সাহার নতুন বই নবম কবিতা গ্রন্থ এই উৎসব মঞ্চ থেকে প্রকাশিত হয়। এই কবিতা দিবসে স্বরচিত কবিতা, বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করে শোনান আবৃত্তি কারকেরা।এছাড়াও বিভিন্ন গান যেমন রবীন্দ্র সংগীত, নজরুল গীতি সহ বিভিন্ন সঙ্গীত পরিবেশিত হবে এই অনুষ্ঠান মঞ্চে।