news bazar24: শর্টসার্কিটের আগুনে পুড়লো খড়ের গাদা।অল্পের জন্য রক্ষা পেলো দুই ভাইয়ের বাড়ি।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে।ক্ষতিগ্রস্ত হয়েছে জাহেদুল ইসলাম ও রবিউল ইসলাম নামে দুই ভাইয়ের ঘর।
স্থানীয় সূত্রে জানা গেছে,জাহেদুল ইসলামের একতলার বাড়ির উপরে শোয়ার ঘরের দেয়াল ঘেঁষে একটি ঘরে মজুত করে রাখা ছিল শুকনো খড়,জ্বালানি ও বস্তাভর্তি কিছু পুরনো কাপড়।হটাৎ করে শর্টসার্কিটের আগুন ধরে যায় শুকনো খড়ের গাদায়।দাউ দাউ করে জ্বলতে থাকে খড়ের গাদা।সেই সময় জাহেদুল ইসলামের বাড়িতে কেউ না থাকায় ঘর থেকে কাপড়চোপড় বার করা সম্ভব হয়নি।পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা মজুত সবকিছু।স্থানীয়রা ছুটে এসে সর্বপ্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে।ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকল ইঞ্জিন।দমকল কর্মীদের ঘন্টাখানেকের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।
হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট