Newsbazar 24:এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের। অবশেষে সেই দাবি পূরণ করতে এগিয়ে এলেন এলাকার বিধায়িকা তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে মোথাবাড়ী বিধানসভার অধীন দুই জায়গায় যথাক্রমে আলিনগর অঞ্চলের নবীনগর মধ্যপাড়া ও হামিদপুর অঞ্চলের মাথাভাঙ্গায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস হল। নারকেল ফাটিয়ে এই জল প্রকল্পের শিলান্যাস করেন রাস্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নির্বাহীবাস্তুকার, সহবাস্তুকার সহ কালিয়াচক দুই নম্বর ব্লকের বিডিও এবং মোথাবাড়ি থানার আইসি । এ প্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল পরিশ্রুত পানীয় জলের। জলই জীবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি গ্রামের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। তার ই অনুপ্রেরণায় মোথাবাড়ির হামিদপুর অঞ্চলের মাথাভাঙ্গা ও আলিনগর অঞ্চলের নবীনগর মধ্যপাড়ায় পরিশ্রুত পানীয় জল প্রকল্পের শিলান্যাস করা হলো। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে এর কাজ শেষ হয়ে যাবে তারপর বাড়ি বাড়ি পানীয় জলের লাইন জুড়ে দেওয়া হবে।