Newsbazar 24: ভারত বাংলাদেশ সীমান্তের মালদহের মহদীপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আমদানি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান এবং কিভাবে আরও বেশি করে বাণিজ্যিক প্রসার ঘটানো যায় তা নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি ব্যবসায়িক সভার আয়োজন করা হল মালদহ শহরে। ভারতের মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে এই ব্যবসায়িক সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বাণিজ্য ভবনে এই সভার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।। উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ সহ ব্যবসায়ী প্রতিনিধি দল, মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও অন্যান্য ব্যবসায়ীরা।
এ প্রসঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, এদিন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে মালদহের মহদিপুর সীমান্ত দিয়ে আমদানি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়। পাশাপাশি তিনি বলেন
আজকের দিনটি আমাদের কাছে খুব শুভ দিন কারণ করোনাকাল অতিবাহিত করে দীর্ঘ তিন বছর পর মালদহের মহদিপুর সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হল দুই দেশের ব্যবসায়ী সমিতি, মালদহ জেলা প্রশাসন এবং বাংলাদেশ প্রশাসনের যৌথ উদ্যোগে। এর ফলে একদিকে যেমন বাংলাদেশ থেকে ভারতে আসা মানুষরা চিকিৎসার সুবিধা পাবেন তেমনি অন্যদিকে দুই দেশের ব্যবসায়ীরা আমদানি রপ্তানির সুবিধা গ্রহণ করতে পারবেন। এই আলোচনা সভায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যবসায়ী সমিতির ২৫ জনের এক প্রতিনিধি দল মালদহ এসেছেন। এর ফলে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা গুলো দূর হবে।
চাঁপাই নবাবগঞ্জ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স কে অনুরোধ করছি যাতে মহদীপুর স্থল বন্দরের পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করা হয় যাতে মহদিপুর স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানিকারী পন্যবাহী ট্রাকগুলো সহজেই যাতায়াত করতে পারে। ফলে খরচ কমবে পাশাপাশি মানুষও অনেক সস্তায় জিনিসপত্রগুলো পাবে।