Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

Malda news:ভরদুপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে?

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24:ভর দুপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে।
জানা যায়,মালদহের চাঁচলের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী ভোলা সাহা। বুধবার দুপুরে তাঁর স্ত্রী কিরণ সাহা ছেলেকে নিয়ে বেড়াতে যান চাঁচল বইমেলায়। তিনি ঘরে তালা দিয়ে গিয়েছিলেন সেখান থেকে বাড়ি ফিরে এসে তালা খুলে ঘরে ঢুকে তিনি হতবাক। দেখেন আলমারি, লকার ভাঙ্গা অবস্থায়। বেশ কয়েক ভরি গয়না উধাও। শুধু তাই নয়, আলমারির ভেতরে রাখা নগদ প্রায় ৫০ হাজার টাকাও নেই। তিনি ভাবতেই পারছেন না তালা বন্ধ বাড়িতে কিভাবে এই ঘটনা ঘটল। তাড়াতাড়ি তিনি ছাদে উঠে যান। ছাদে দেখেন সোনার অলংকারের বেশকিছু খালি বাক্স বাড়ির ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তিনি বুঝতে পারেন প্রতিবেশী বাড়ির ছাদ লাগালাগি হওয়াতে ছাদ টপকে বাড়িতে দুষ্কৃতীরা ঢোকে। সাথে সাথে চাঁচল থানায় খবর দেওয়া হয়়়। চাঁচল থানার পুলিশকে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে
পুলিশের প্রাথমিক ধারণা একেবারে অপরিচিত কারও পক্ষে একাধিক বাড়ির ছাদ টপকে নির্দিষ্ট বাড়ি বা শোবার ঘরে পৌঁছে যাওয়া সহজ নয়। তবে দিন দুপুরে চুরির ঘটনায়় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে চুরির ঘটনায় সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin