Tuesday , 7 March 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:ভয়াবহ আগুনে ভস্মীভূত পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ হিজল বন, উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা ও বনদপ্তর

প্রতিবেদক
kartik pal
March 7, 2023 12:40 am

Newsbazar 24: হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ধুমপুর গ্রাম পঞ্চায়েতের তিলাসন গ্রাম সংলগ্ন শ্রীরামপুরে কয়েক হাজার একর জমি জুড়ে রয়েছে হিজল বন। রবিবার দুপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল পশ্চিমবঙ্গের এই সর্ববৃহৎ হিজল বনের একাংশ। বিষয়টি প্রথম নজরে আসে সেখানে কর্মরত বিএস‌এফ জওয়ানদের। প্রথমে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। মালদহ থেকে দুটি ও দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। তাদের ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুন নিভলে দেখা যায় গোটা হিজল জঙ্গলটাই পুড়ে খাক হয়ে গিয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। যদিও এলাকায় জনবসতি নেই বলে মানুষ জনের কোনও ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তিনটি দমকলের ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছে ৬০ একর হিজল বনের অংশ। যদিও এলাকাবাসীর মতে পরিমানটা আরও বেশি। এই আগুনের ঘটনায় উদ্বিগ্ন বনদপ্তর ও পরিবেশপ্রেমীরা। এলাকা সূত্রে জানা যায়, এটি পশ্চিমবঙ্গের মধ্যে সর্ববৃহৎ হিজলবন। জানা যায় এই হিজল বনে এক সময় বিভিন্ন হিংস্র বন্যপ্রানী দেখা যেত। এ ছাড়াও রঙ বেরঙের পাখি, হাঁস ছাড়াও শীতের সময়ে দেখা যেত পরিযায়ী পাখিদের ভিড়। তবে এখন এখন আর সেগুলোর দেখা মেলে না।,
এই অগ্নিকাণ্ডের ঘটনায় হবিবপুরের বিডিও সুপ্রতীক সাহা বলেন, “রাজ্যের মধ্যে সর্ববৃহৎ হিজল বন আগুনে ভস্মীভূত। অনুমান বাংলাদেশের দিক থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। দুপুরের পর দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে অনুমান হিজল বনে ৬০ একর এলাকা পুড়ে গিয়েছে। সংশ্লিষ্ট দফতর সব খতিয়ে দেখছে।”
এ বিষয়ে বন দফতরের গাজোল রেঞ্জের আধিকারিক সুদর্শন সরকার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আমাদের অনুমান, গতকাল বাংলাদেশের দিক থেকেই হিজল বনে আগুন লেগেছিল । কোনও দুর্ঘটনা নাকি, ইচ্ছাকৃতভাবে ওই আগুন লাগানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । সৌভাগ্যের বিষয়, দলকর্মীদের তত্‍পরতায় আগুন খুব বেশি ছড়িয়ে পড়তে পারেনি।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

টক দইয়ের নানা উপকরণ

এক দিনে দুটি রুগীকে ৮ ইউনিট রক্ত দিয়ে ভালো মানবিকতার পরিচয় দিলেন মালদার কয়েকজন যুবক

Malda:রোগী ও ইঁদুরের দ্বৈরথ ও বেহাল স্বাস্থ্য পরিষেবার প্রতিবাদে আন্দোলনে বিজেপি জনতা যুব মোর্চা মালদা

তিলোত্তমার মা-বাবাকে বেনজির আক্রমন কুনালের

এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেয়ার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

Malda আবারও এক জটিল অস্ত্রোপচার করে এক শিশুর প্রাণ বাঁচালো মালদা মেডিকেল কলেজের ডাক্তাররা

পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষ শুরু, বৃষ্টিতেও গঙ্গা ও মহানন্দার একাধিক ঘাটে তর্পনে শামিল অগণিত মানুষ।

আজকের আবহাওয়া

গরম থেকে স্বস্তি পেতে ‘বিয়ার’ পান করলে লাভের থেকে লোকসান বেশি

বেহাল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা পরিদর্শনে গিয়ে পৌরসভার চেয়ারম্যান বাসিন্দাদের ক্ষোভের মুখে।