Wednesday , 22 November 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news: মালদহে শিবরাম চক্রবর্তীর স্মৃতি বিজড়িত শতাব্দি প্রাচীন গ্রন্থাগারে চুরি ,ক্ষুব্ধ বই প্রেমীরা

প্রতিবেদক
kartik pal
November 22, 2023 4:58 pm

Newsbazar24: মালদহের শতাব্দী প্রাচীন গ্রন্থাগার চাঁচল থানার কলিগ্রাম ভারতী ভবন পাঠাগার বন্ধ থাকার সুবাদে চুরি গেলো কম্পিউটার, ল্যাপটপ সহ বেশ কিছু মূল্যবান গ্রন্থ। লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক মূল্যবান বই।পাঠাগারের এই বেহাল দশায় ক্ষুব্ধ পাঠাগার কমিটি ও এলাকার বইপ্রেমীরা।স্থানীয়দের দাবি. প্রায় পাঁচ বছর ধরে এই পাঠাগারে কোনো গ্রন্থাগরিক ও কোন কর্মচারী নেই।যার ফলে বন্ধ থাকে পাঠাগার। রক্ষণাবেক্ষণের অভাবে পরিকাঠামো বেহাল হয়ে পড়েছে। গ্রন্থাগার চত্বরের চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ। জানালা,দরজা নরবড়ে অবস্থায় । দুষ্কৃতিকারীরা এই সুযোগে পাঠাগার থেকে চুরি করেছে কম্পিউটার ল্যাপটপ সহ একাধিক জিনিসপত্র।

এই পাঠাগারে একসময় নিয়মিত পাঠক ছিলেন চাচল এর ভূমিপুত্র শিবরাম চক্রবর্তী। তাঁর নিজের হাতের লেখার বেশকিছু বইপত্র ও পত্রিকার পান্ডুলিপি সহ রয়েছে বহু মূল্যবান পুঁথি।সেই পাঠাগারের এই দশায় ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ সহ বইপ্রেমীরা।
দীর্ঘদিন ধরে গ্রন্থাগারিক ও কর্মীর অভাবে বন্ধ এই পাঠাগার। সপ্তাহে মাত্র একদিন খোলা হয়। গতকাল পাঠাগার খুলতে এসে চুরির বিষয় জানতে পারেন ভারপ্রাপ্ত কর্মী। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় এক বইপ্রেমী কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান,এখানে প্রায় দশ হাজার বই থাকলেও, দেখা নেই পাঠকের। কারণ বর্তমানে তা খোলা থাকছে না গ্রন্থাগারিকের অভাবে। অবিলম্বে সরকারি উদ্যোগে এই লাইব্রেরীকে সংস্কার করতে হবে এবং কর্মী ও লাইব্রেরিয়ান নিয়োগ করে লাইব্রেরীকে চালু করতে হবে। বন্ধ থাকার সুবাদে লাইব্রেরীর পরিকাঠামো বেহাল হয়ে পড়েছে সেই সুযোগে কিছু দুষ্কৃতিকারী চুরির ঘটনা ঘটিয়েছে।
জানা যায় বাংলা ১৩২০ সালে স্থানীয় কিছু শিক্ষাপ্রেমী বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে এলাকায় শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে প্রতিষ্ঠা হয় এই গ্রন্থাগারের। জেলার অন্যতম প্রাচীন গ্রন্থাগার এটি। এর সঙ্গে জড়িয়ে আছে এলাকার বহু ইতিহাস। চাচোল এর ভূমিপুত্র শিশু সাহিত্যিক শিবরাম চক্রবর্তী এই গ্রন্থাগারের নিয়মিত পাঠক ছিলেন।সেই সময় গ্রন্থাগার পরিচালন সমিতির উদ্যোগে প্রকাশিত হত গম্ভিরা নামে একটি পত্রিকা।
গ্রন্থাগার কমিটির সভাপতি মোহিতলাল গোস্বামী বলেন, সরকারি উদাসীনতায় দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এবং কোন লাইবেরীয়ান ও কর্মচারী থাকা না থাকার সুবাদে এই চুরির ঘটনা ঘটেছে। এই গ্রন্থাগার একটা সময়ে এলাকার সাহিত্য শিক্ষা চর্চার স্থান হিসেবে ছিল। দ্রুত গ্রন্থাগারিক ও কর্মী নিয়োগ হোক এটাই চাই।‘ গ্রন্থাগার কমিটির সম্পাদক জয়দেব দাস জানান, রক্ষণাবেক্ষণ এর অভাবে বেহাল দশা এই শতবর্ষ প্রাচীন লাইব্রেরীর। শতবর্ষ উদযাপনে এসে তৎকালীন সাংসদ মৌসম বেনজির নূর তিন লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৎকালীন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী এটিকে মডেল গ্রন্থাগার বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজও কোন প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।‘

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

নিমন্ত্রিতদের বিয়ের অনুষ্ঠানে আসতে মানা পাত্রীর । মালদা শহরের শুভাশিস মাস্ক পরে বিয়ে করলো ওল্ড মালদার সুতপাকে

“ভিন্ন মত থাকা মানেই , তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নন” বললেন রাজ্যপাল

মালদা ঃ পঞ্চায়েত দপ্তরের কর্মিকে বন্দুকের বাট দিয়ে খুনের চেষ্টা প্রধানের বিরুদ্ধে

একাধিক মন্ত্রীর জাল সই করে কোটি টাকার প্ৰতারণা এক মহিলার ! গ্রেফতার করলো টালিগঞ্জ থানার পুলিশ।

বীরভূমের খনি বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি বিধায়কের, রাজ্যের চাকরি ও ক্ষতিপূরণের ঘোষণা

ফারাক্কা এক্সপ্রেস মালদা থেকে বালুরঘাটের স্থানান্তরের প্রতিবাদে রেল লাইনে শুয়ে অবরোধ

কুকুরের খুবলে খাচ্ছে সদ্যজাত শিশুর দেহ, মর্মান্তিক এই দৃশ্যের সাক্ষী মন্দিরে আসা ভক্তরা, কোথায় জানতে পড়ুন।

5G ফোন নিয়ে এল Vivo। শুক্রবার লঞ্চ হয়েছে Vivo Z6 5G

কাশ্মীরি রেসিপি ‘নদরু ইয়াখনি’ – পদ্মের ডাঁটার অভিনব রান্না 

বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বিশাখাপত্তনমে। অসুস্থ ৫০০০এর মত