Newsbazar 24:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় প্রশাসন আপনার দুয়ারে। এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের সমস্যার সমাধানে এগিয়ে এলো জেলা প্রশাসন । শনিবার গাজোল ব্লকের চাকনগর অঞ্চলের কাটিকান্দর জুনিয়ার হাই স্কুল চত্বরে গ্রাম বাসীদের সঙ্গে সরাসরি কথা বললেন জেলা প্রশাসনিক কর্তারা। জেলাশাসক নিতিন সিংহানিয়া সমস্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় কি কি সমস্যা সেই সমস্যা গ্রামবাসীদের কাছে থেকে শুনলেন এবং দ্রুত যাতে সেই সমস্যা সমাধান হয় দপ্তরের আধিকারিকদের সেই নির্দেশ দিলেন। উপস্থিত ছিলেন , জেলা শাসক নিতিন সিংহানিয়া , পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ বিভিন্ন দপ্তরের অন্যান্য আধিকারিকগন ।
প্রশাসনের এই উদ্যোগে সাধারণ গ্রামবাসীরা প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা তুলে ধরতে পারায় ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকার সহ জেলা প্রশাসনকে। জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। সমস্যা জানার চেষ্টা করেছি। কোথাও রাস্তা, কোথাও পানীয় জল আবার কোথাও বিদ্যুৎ এর সমস্যার কথা বলেছেন মানুষ। আমরা সেগুলি নথিভুক্ত করেছি। আশা করি আগামীতে আমরা সমস্যাগুলি সমাধান করতে পারবো।