Monday , 22 May 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:প্রকৃতির তাণ্ডব,কয়েক মিনিটের কালবৈশাখীতে মৃত্যু এক নাবালিকা-সহ দু’জনের

প্রতিবেদক
kartik pal
May 22, 2023 6:32 pm

Newsbazar 24: প্রকৃতির তাণ্ডবে মাত্র কয়েক মিনিটের কালবৈশাখীতে মৃত্যু এক নাবালিকা-সহ দু’জনের । এই
তাণ্ডব গোটা মালদহ জেলা জুড়ে।তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মালদা জেলার দুইটি ব্লক।ঝড়ে প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে। ঝরে পড়েছে প্রচুর আম । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবিবপুর এবং হবিবপুর লাগোয়া পুরাতন মালদহের বিশাল অংশ। জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করতে উদ্যোগী হয়েছে ।
গতকাল রাত ন’টা নাগাদ হঠাত্‍ কালবৈশাখী আছড়ে পড়ে হবিবপুর ব্লকে । মাত্র মিনিট পনেরোর ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা । ঝড়ের সঙ্গে ছিল প্রবল শিলাবৃষ্টি । বজ্রপাতও শুরু হয়ে যায় । ঝড়ের দাপটে বহু গাছ উপড়ে পড়ে । ছিঁড়ে যায় বিদ্যুতের তার । মালদা-নালাগোলা রাজ্য সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায় ।
হবিপুর সংলগ্ন পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামের বাসিন্দা বংশীবদন মণ্ডল ঝড়ের সময় জমিতে থাকা খামারবাড়িতে ছিলেন জমিতে ধান কাটানোর জন্য । হঠাত্‍ বিশাল একটি শিমূল গাছের মোটা ডাল খামারবাড়ির উপর পড়ে মৃত্যু হয় বংশীবদন মন্ডলএর(৫২) । পরবর্তীতে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা তাঁকে মৃত ঘোষণা করেন । তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারের স্ত্রী ও দুই ছেলেমেয়ে শোক স্তব্ধ।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, ওই খামারবাড়িতে বংশী বদনের সঙ্গে ধান কাটার শ্রমিকরাও ছিলেন । শিমূল গাছের মোটা ডাল মাথা আর বুকের উপর পড়ে । অল্পবিস্তর আহত হন ৭-৮ জন শ্রমিক। স্ত্রী আর দুই ছেলেমেয়ে অথৈ জলে পড়ে গেল বলে হতাশা পরিবারের। ঝড়ের তাণ্ডবে আনন্দনগর গ্রামেই মামার বাড়ি বেড়াতে এসে মৃত্যু হয় ১০ বছরের এক কিশোরীর । তার নাম মিষ্টি মণ্ডল । বাড়ি বৈষ্ণবনগর থানার রাজনগর কলোনি গ্রামে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আম খেতে গতকালই আনন্দনগর গ্রামে মামা শম্ভু মণ্ডলের বাড়িতে এসেছিল মিষ্টি । গতকাল রাতে প্রবল ঝড়ে মামার বাড়ি ভেঙে যায় । টালির চালার নীচে চাপা পড়ে যায় মিষ্টি । তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি । চিকিত্‍সকরা তাকে মৃত ঘোষণা করেন ।

শম্ভু মণ্ডলের এক প্রতিবেশী জানান, “ঝড়বৃষ্টি শুরু হওয়ার কিছু আগেই মেয়েটা মামার বাড়িতে এসেছিল । খাবার খেয়ে ও ঘুমোতে যায় । ঝড় উঠলে সবাই এক জায়গায় বসেছিল । হঠাত্‍ ঝড়ে ওই বাড়ির টালির চালা ভেঙে পড়ে । চাপা পড়ে মেয়েটি চিত্‍কার করলেও ঝড়ের দাপটে তার আওয়াজ কেউ শুনতে পায়নি । ঝড় থামলে ওকে বুলবুলচণ্ডী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ততক্ষণে অবশ্য মেয়েটির মৃত্যু হয়েছে ।”
এ দিকে, গতকাল মুচিয়ার রামপাড়া গ্রামে বিয়ের আসর বসেছিল । কালবৈশাখীতে বিয়েবাড়ির প্যান্ডেলের উপর উপড়ে পড়ে বিশাল এক বটগাছ । গাছের ডাল পড়ে ভেঙে যায় পাত্রীর বাড়িও । সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত না হলেও বিয়ের অনুষ্ঠান প্রায় পণ্ড হতে বসেছিল । শেষ পর্যন্ত বামনগোলা ব্লকের নালাগোলায় থাকা পাত্রের বাড়ি থেকে খাবার এনে নিমন্ত্রিতদের খাওয়ানো হয় । কোনওরকমে বিয়ের অনুষ্ঠান শেষ করেন পাত্রীর বাড়ির লোকজন ।
উত্তর মালদহের, রতুয়া, চাচল ও হরিশ্চন্দ্রপুরের একাংশে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।
রাতের কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি হয়েছে আমের । এই সময় গাছ থেকে আম পাড়ার কাজ শুরু হওয়ার কথা । কিছু বাগানের আম আম পেকে গিয়েছে । । ঝড়ের দাপটে এদিন সকালে একাধিক বাগানে যত্রতত্র আম পড়ে থাকতে দেখা গিয়েছে । বিশেষ করে পুরাতন মালদা হয়ে আদমপুরে এক বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে আমের। পাশাপাশি ক্ষতি হয়েছে সবজি চাষেরও । জেলা প্রশাসন এই খবর পাওয়ার মাত্রই তৎপর হয়ে ওঠে। এ নিয়ে জেলাশাসক জানান , “গতকাল রাতের ঝড়ে দু’জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে একজন নাবালিকা । ঝড়ে আম-সহ কিছু ফসলের ক্ষতি হয়েছে । চাষে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করা হচ্ছে । সেই রিপোর্ট পাওয়া গেলেই প্রকৃত ক্ষতির হিসাব বলা যাবে ।”

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

রাজ্য পুলিশের এসটিএফের এডিজি বিনীত গোয়েল মালদহে

আগ্নেয়াস্ত্রসহ ৫ দুষ্কৃতী গ্রেফতার ইংরেজবাজার থানা পুলিশের অভিযানে।

পশ্চিমবঙ্গ এবং সিকিম অধিদপ্তরের তত্ত্বাবধানে নাভাল সেলিং এক্সপেডিশন-‘২০২৪(নৌযান অভিযান) শুরু

এ বছর নির্ভেজাল গল্প নিয়ে গড়া ৫টা ছবি কিন্তু মানুষের মন জয় করেছে

Siliguri news:শিলিগুড়িতে নিজের বাড়ির ছাদ থেকে উদ্ধার প্রাক্তন পুলিশ অফিসারের ঝুলন্ত মৃতদেহ

Malda news:মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের মানবিক উদ্যোগ

মাদকের ব্যাবসা এবং চুরি ঘটনা বেড়েই চলছে নক্সালবাড়ির বিভিন্ন এলাকায় ! ক্ষোভ সাধারণ মানুষের

বাংলায় সপ্তম দফা ভোট সেই চেনা ছন্দে,সকাল ১১’টা পর্যন্ত ৯ কেন্দ্রে ভোটের হার২৮.১০ শতাংশ

সকলকে খুন করে নিজের বাড়িতে আত্মঘাতী আমেরিকার প্রবাসী ভারতীয়

Malda crime: পুলিশের বিশেষ নাকা চেকিং অভিযানে প্রায় দু লক্ষ টাকা মূল্যের ফেনসিডিল সহ চার পাচারকারী গ্রেফতার