Newsbazar 24:পুলিশ শব্দটি শুনলেই সাধারণত আমজনতার শরীর ও মনে শিহরন জেগে যায়। চোখে মুখে ফুটে ওঠে ভয়ের ছাপ। যে পুলিশকে সাধারণত দিনরাত রাজনৈতিক কচলাকচলি, বিতর্কের মুখোমুখি হতে হয়, সেই এক পুলিশকর্মীর মানবিক কাজের প্রশংসা জেলার অধিকাংশ আমজনতার মুখে। মানবিক কাজটি হল মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে এমনকি নিজের হাতে ফল বিতরন করছেন থানার আইসি।
মালদহ জেলার হবিবপুর থানার উদ্যোগে মঙ্গলবার দুপুরে বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে রোগীদের স্বাস্থ্যের খবরা খবর নেন, তাদের সুস্থতা কামনা করেন, হাসপাতালে তাদের কোন অসুবিধা হচ্ছে কিনা এ বিষয়ে খোঁজ খবর নেন।পাশাপাশি রোগীদের মধ্যে ফল বিতরন করেন। এর মধ্যে ছিলো আপেল খেজুর কমলালেবু সহ বিভিন্ন জিনিস । এদিন উপস্থিত ছিলেন হবিবপুর থানা আইসি সুবীর কর্মকার এছাড়াও হাসপাতালের বিএমএইচ পুনিতা সাহা, হবিবপুর থানার সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন চিকিৎসকেরা।।রোগী রোগীর আত্মীয় পরিজনের থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।