Newsbazar 24: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে মালদহে বেআইনি অস্ত্র পাচারের চেষ্টা বানচাল করল পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার গঙ্গা নদীর ঘাট এলাকায় তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় তিনটি ওয়ান সাটার পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয়েছে মেহবুব আলম(২৩) নামে ঝাড়খণ্ডের বাসিন্দা ঐ যুবককে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পঞ্চায়েত ভোটের আগে মালদা কি বেআইনি অস্ত্রপাচারের কেন্দ্রস্থল হয়ে উঠছে? গতকাল গোপন সূত্রে খবর পায় পুলিশ। গঙ্গা নদীর ঘাট এলাকায় তল্লাশি চালায় তারা। সেখানে তল্লাশি চালিয়ে ৩টে ওয়ান সাটার পিস্তল ও ২টি কার্তুজ উদ্ধার হয়। গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞসাবাদ করে জানা গিয়েছে সে ঝাড়খণ্ডের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিক্রির উদ্দেশেই ঝাড়খণ্ড থেকে মালদহে আনা হয়েছিল অস্ত্রগুলি।
ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কোথা থেকে, কী উদ্দেশ্যে, অস্ত্রগুলি আনা হচ্ছিল? মালদহ বা মানিকচকের কারা সেই অস্ত্র কিনত? এসব বিষয় খোঁজখবর শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্ত্র উদ্ধারের ঘটনার পর মালদহের আন্তঃরাজ্য সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন সীমান্তবর্তী থানা এলাকাকে এই নিয়ে সতর্ক করেছেন পুলিশ কর্তারা। ভিন রাজ্য বা অন্য কোনও সীমান্ত পেরিয়ে কোনওভাবেই যাতে অস্ত্র মালদহে ঢুকতে না পারে, এর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি পুলিশের।