Monday , 25 September 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:নেই বিনিয়োগ, ধুঁকছে আইটি পার্ক, ক্ষুব্ধ কর্মীরা

প্রতিবেদক
kartik pal
September 25, 2023 8:16 pm

Newsbazar24 :বিনিয়োগের অভাবে ধুঁকছে মালদহের আইটি পার্ক, কর্মসংস্থানের কোন দিশা নেই, ক্ষুব্ধ কর্মীরা। যদি কর্মসংস্থানই না হয় তবে আইটি পার্ক খোলার মানে কি?উঠছে প্রশ্ন? শুরু রাজনৈতিক তরজা।
রাজ্য সরকারের উদ্যোগে গত পাঁচ বছর আগে ২০১৮ সালের ১৩ই আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভার্চুয়ালি ভাবে মালদা জেলার একমাত্র ওয়েবেল আইটি পার্ক কাজ শুরু করে। তবে জেলার শিক্ষিত যুব সমাজের আশা ছিল কর্মসংস্থানের দেখাবে এই আইটি পার্ক। হয়তো জেলায় কাজ করার সুযোগ পাওয়া যাবে। কিন্তু দীর্ঘ পাঁচ পাঁচটি বছর অতিক্রান্ত। রয়েছে পাঁচ তলা বিশিষ্ট ঝা চকচকে বিল্ডিং কিন্তু প্রশ্ন? তাহলে কর্মসংস্থান কোথায়। আইটি পার্কে বিনিয়োগে আগ্রহ দেখায়নি কোনও বড় আইটি কম্পানী। যদিও রয়েছে অত্যাধুনিক পরিকাঠামো। রয়েছে নির্দিষ্ট প্রয়োজনীয় আসবাবপত্র, রয়েছে নাইট শিফটে কাজ করার সুযোগ, রয়েছে ২৪ ঘন্টা পরিষেবা। কিন্তু যে উদ্দেশ্যে আইটি পার্ক খোলা হয়েছিল এখনো তা সেই উদ্দেশ্য মুখ থুবড়ে পড়তে চলেছে। বিনিয়োগের অভাবে ধুঁকছে মালদা জেলার আইটি পার্ক।
মালদা জেলার পুরাতন মালদা ব্লকের নলডুবি এলাকার ৩৪ নং জাতীয় সড়কের ধারে অবস্থিত ওয়েবেল আইটি পার্কে। এখানে একই ছাদের তলায় থাকতে পারবে ৪০টি কোম্পানি। কিন্তু বর্তমানে রয়েছে মাত্র ২০ টি কোম্পানি। প্রত্যেকটি ছোট ছোট কোম্পানি। ২০ টি কোম্পানিতে কর্মরত রয়েছে মোট ১৫০ জন কর্মী। মালদা সহ পার্শ্ববর্তী জেলার ছেলে মেয়েরাও আইটি শিল্পে কাজ করার সুযোগ হারিয়েছেন। জেলায় কর্মসংস্থানের বেহাল দশার হাল ফেরাতে পারেনি আইটি পার্ক। কিন্তু প্রশ্ন উঠছে কেন মালদার আইটি পার্কে বড় কোন কোম্পানি আসছেনা। কেন বড় কোন তথ্যপ্রযুক্তি সংস্থা বিনিয়োগ করছে না। রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের উদ্যোগ নিয়েও উঠছে প্রশ্ন। রাজ্য সরকারের এই ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা।
এই বিষয়ে আইটি পার্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জয়রাজ ত্রিবেদী জানান, শুরুতে বিনিয়োগ ভালোই ছিল তবে মাঝখানে লক-ডাউনের জেরে বড় বড় কোম্পানি ছেড়ে চলে গেছে। আমরা চাইছি নতুন নতুন কোম্পানি আসুক এবং বিনিয়োগ করুক। এমনিতে আইটি পার্কের দুটি সমস্যা রয়েছে। পাশে ৩৪ নম্বর জাতীয় সড়ক অথচ বাস স্টপেজের কোন ব্যবস্থা নেই যার কারণে সমস্যায় পড়তে হয় কর্মীদের। তাছাড়াও উচ্চ বাতি স্তম্ভের ব্যবস্থা নেই সন্ধ্যা হলে, গোটা এলাকা চত্বর অন্ধকারাছন্ন হয়ে পড়ে আমরা প্রশাসনের কাছে আর্জি এই দুটি সমস্যার সমাধানের।
এ বিষয়ে মালদার বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা রাজ্য সরকারের সদিচ্ছাকে দায়ী করে জানান, ঝাঁ চকচকে বিল্ডিং থাকা সত্ত্বেও জেলায় কর্মসংস্থান নেই, জেলার বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের সন্ধানে বাইরে যাচ্ছে, এটা পুরোপুরি রাজ্য সরকারের ব্যর্থতা। ।
যদিও এই বিষয়ে পাল্টা মালদা জেলা পরিষদের তৃণমূলের সহ-সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, আইটি পার্কে যাতে সঠিকভাবে কর্মসংস্থান হয় এর জন্য রাজ্য এবং জেলা প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। আগামী দিনে বড় বড় কোম্পানি নিয়ে আসার চেষ্টা প্রশাসনিক দিক থেকে করা হচ্ছে এবং জেলার কর্মসংস্থানের দিকে নজর দেওয়া হচ্ছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা