Newsbazar24:সদ্যোজাত শিশু বদলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হল মালদহের চাঁচলের এক নার্সিংহোমে। পাশাপাশি রাখা দুটি নবজাতক পুত্র সন্তানের অদল বদলের অভিযোগকে ঘিরে বিপাকে পড়েন নার্সিংহোম কর্তৃপক্ষ।এই নার্সিংহোমেই চলতি মাসের ৯ তারিখে সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়েছিল নার্সিংহোম চত্বর।ভাঙচুর হয়েছিল নার্সিংহোম।গাফিলতির অভিযোগ উঠেছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে।এবার সদ্যোজাতের অদল বদলের অভিযোগ।
শিশু বদলের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।একজন নার্সিং স্টাফকে গ্রেফতার করে থানায় নিয়ে পুলিস।নার্সিংহোম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সোমবার ওই নার্সিং স্টাফকে পুলিস গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় ভ্য, বৃহস্পতিবার বিকেলে ওই নার্সিংহোমে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের দক্ষিণ শালদহ ও ইলাম গ্রামের দু’জন প্রসূতি যথাক্রমে জানবী পারভীন ও চুমকি খাতুন একই সময়ে ভর্তি হন।সেদিন রাতেই তারা দুজনেই পুত্র সন্তানের জন্ম দেন।দুই পরিবারের অভিযোগ,শুক্রবার রাতে এক নার্স তাদের সদ্যোজাতের মধ্যে অদলবদলের চেষ্টা করে।সেই সময় সদ্যজাতের মায়েরা দেখে ফেললে পরিবারের সাথে যোগাযোগ করে।পরিবারের সদস্যরা নার্সিংহোমে ছুটে আসলে নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে বাকবিতন্ডা তৈরি হয়।
খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।রাতেই একজন নার্সকে চাঁচল থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যান। সদ্যোজাত শিশু বদলানোর চক্র আগে থেকেই কি ওই নার্সিংহোমে সক্রিয় রয়েছে।সেই নিয়ে প্রশ্ন তুলেছে পরিবারের লোকেরা।তারা তদন্তের দাবি জানিয়েছেন। স্বাস্থ্য দফতরে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তারা। যদিও এই প্রসঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।