Newsbazar 24: তীব্র তাপপ্রবাহের ফলে মালদা জেলার মানিকচকের বাণিচকের বিস্তীর্ণ এলাকায় পাট চাষের ব্যাপক ক্ষতি। কয়েকশো বিঘা জমির পাট তীব্র তাপপ্রবাহে ঝলসে গিয়েছে জমির মধ্যেই। প্রায় এক মাস ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ ।বৃষ্টির ছিটেফোঁটাও নেই গোটা মালদা জুড়ে।এই অবস্থায় জমিতে পুড়ে খাক হয়ে যাচ্ছে ফসল ও শাকসবজি।
মানিকচকের চন্ডিপুর মাল মৌজা,তালিমনগর মৌজা,৩০ নম্বর চন্ডিপুর মৌজা,বালুপুর, শংকরতোলা সহ বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহে পাট নষ্ট হচ্ছে জমির মধ্যেই।শংকর টোলার পাট চাষী দুখু মন্ডল জানিয়েছেন, মানিকচকের ভূতনিতে প্রায় সাত হাজার বিঘা জমিতে পাট চাষ করা হয়েছে।তার বেশিরভাগ অংশই তীব্র তাপপ্রবাহে ঝলসে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। উত্তর চন্ডিপুরের আরেক পাট চাষীর নির্মল মন্ডল জানিয়েছেন, বিগত এক মাস ধরে বৃষ্টির দেখা নেই। জমির মধ্যে পাট গুলি রোদের তাপে ঝলসে মরে যাচ্ছে।
অন্যের জমিতে ভাগ চাষী হিসেবে আট বিঘা জমিতে পাট চাষ করেছি। এক বিঘা জমিতে পাট চাষ করতে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা খরচ ।এমত অবস্থায় সম্পূর্ণ পাট নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে তার। প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তোর। ভুতনির সিটু নেতা দেবজ্যোতি সিনহা জানিয়েছেন পাট চাষীদের ক্ষতিপূরণ নিয়ে প্রশাসন আগামী কিছুদিনের ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন করা হবে । এদিকে শাসকদলের এক নেতা জানিয়েছেন সিপিএম এই ঘটনাকে নিয়ে জমি ফিরে পেতে চাইছে। আমরা সব সময় পাট চাষীদের পাশেই রয়েছি। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে ব্লক কৃষি আধিকারিককে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই কোন না কোন ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশা রাখছি