Saturday , 17 December 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:”জেল খাটা আসামির সভায় মানুষ আসবে না” নাম না করে কুনাল ঘোষকে তীব্র কটাক্ষ বামেদের

প্রতিবেদক
kartik pal
December 17, 2022 7:58 pm

Newsbazar 24:মালদহ জেলায় দুই দিনে দুই হাই ভোল্টেজ রাজনৈতিক নেতাদের কর্মসূচি ঘিরে শীতের মাঝেও চড়ছে রাজনীতির পারদ। এক দিকে আগামী ১৯ তারিখ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সংগঠনের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মশালায় আসছে মীনাক্ষী মুখার্জী। অন্যদিকে ২১ তারিখ তৃণমূলের জনসভাতে আসছেন রাজ্য তৃনমূলের প্রধান মুখপাত্র কুনাল ঘোষ। প্রথমে তৃণমূলের জনসভায় আসার কথা ছিল সায়নী ঘোষের। পরবর্তীতে তৃণমূল সূত্রের খবর তার পরিবর্তে আসছেন কুনাল ঘোষ। আর এই দুই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে জেলার এলাকার রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই বাম এবং শাসকদলের নেতাদের বাক যুদ্ধে তুঙ্গে উঠেছে তরজা। “জেল খাটা মানুষের সভায় লোক আসবে না” নাম না করে কুনাল ঘোষ কে এভাবে তীব্র কটাক্ষ সিপিআইএমের। মানুষ বুঝিয়ে দেবে কাদের দিকে রয়েছে জনসমর্থন পাল্টা জবাব তৃণমূলের। যার ফলে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই দুই কর্মসূচি যেন প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে ডিওয়াইএফআই এর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আসছেন বামেদের যুব আইকন মীনাক্ষী মুখার্জি। এদিকে ঠিক তার একদিন পরেই ২১ তারিখ হরিশ্চন্দ্রপুরে জনসভা রয়েছে শাসকদলের। যেখানে আসার কথা ছিল যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের। যুব সংগঠনকে সামনে রেখে সভা সফল করতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল শাসকদল। দুই দলের দুই যুব নেত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয়েছিল তরজা। কিন্তু তৃণমূল সূত্রে বর্তমানে জানা যাচ্ছে সেদিন আসছেন না সায়নী ঘোষ। পরিবর্তে আসছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা প্রধান মুখপাত্র কুনাল ঘোষ। অভিনেত্রী কে এনে সভাতে ভিড় বাড়াতে চাইছে তৃণমূল। প্রথমে এমন ভাবেই কটাক্ষ করেছিল বামেরা। তাই সিদ্ধান্ত পরিবর্তন বলে শাসকদল সূত্রের খবর। এদিকে কুনাল ঘোষের আসা নিয়েও দুই দলের মধ্যে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। যিনি এক সময় সারদা কাণ্ডে প্রধান লাভবান মমতা ব্যানার্জিকে বলেছিলেন। যিনি জেল খেটেছেন। তার কথা শুনতে মানুষ আসবে না। এমনটাই কটাক্ষ সিপিআইএমের। তৃণমূলের পাল্টা দাবি মানুষ উত্তর দেবে। মানুষের ভিড় প্রমাণ করে দেবে মানুষ কাদের সাথে আছে। বিধানসভায় যারা গোল্লা পেয়েছে তাদের মুখে এসব কথা মানায় না। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই নিজেদের কর্মসূচিকে সফল করা দুই দলের কাছেই প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেন, কুনাল ঘোষ সারদা কাণ্ডে জেল খেটেছে। এক সময় দাবি করেছিল মমতা ব্যানার্জি সারদা কান্ডে সব থেকে বেশি লাভবান ব্যক্তি। সাধারণ মানুষ কোন জেল খাটা আসামির কথা শুনতে আসবে না। মীনাক্ষী মুখার্জী যুবদের আইকন। শুধু সিপিআইএম সমর্থকরা না অন্যান্য সাধারণ মানুষও সেদিন আসবে আমাদের কর্মসূচিতে।

মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন, ওরা বলেছিল আমরা অভিনেত্রী এনে ভিড় বাড়াতে চাইছি। এবার আর সেই অভিযোগ করতে পারবে না। বিধানসভাতেই মানুষ ওদের জবাব দিয়ে দিয়েছে। পঞ্চায়েতেও দেবে। জনসভার ভিড় বলে দেবে উত্তর। মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে।

প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর এলাকায় এক সময় একচ্ছত্র দাপট ছিল বামেদের। বাম আমলে তাদের সঙ্গে মূল টক্কর ছিল কংগ্রেসের। সময়ের সঙ্গে বদলে গেছে রাজনৈতিক সমীকরণ। ২০১৮ সালের পঞ্চায়েত ভোট থেকে এলাকায় নিজেদের জমি শক্ত করে তৃণমূল। গত বিধানসভা ভোটেও বিপুল ব্যবধানে জয়লাভ করে তারা। এদিকে এক সময়ের দুই প্রতিদ্বন্দ্বি বাম এবং কংগ্রেস এখন জোট শরীক। নিজেদের হারানো জমি কে ফিরে পাবে বামেরা? না নিজেদের জায়গা আরও মজবুত করবে তৃণমূল? উত্তর দেবে সময়। তবে এই দুই হাই ভোল্টেজ রাজনৈতিক কর্মসূচি ডিসেম্বরের কনকনে শীতের মাঝেও হরিশ্চন্দ্রপুরের রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

শুটিং করতে গিয়ে গুরুতর আহত ‘নিম ফুলের মধুর’ নায়ক বাবু

শুক্রবার , নিজের শুভ বারে মনোনয়ন মমতার ! কড়া নিরাপত্তার মধ্যে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন দাখিল

সামসেরগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল শিক্ষকের।

মহাকরণ চত্বরে ' ৮/১২ ' (বিনয় বাদল দীনেশ সাগা) ছবির ট্রেলার উদ্বোধন।।

প্রেম বা বিয়ের সম্পর্কে অশান্তি ঝামেলা ? বৈবাহিক ও বৈষয়িক সুখ বাড়াতে ব্যবহার করুন শুক্র যন্ত্র

দ্রুত নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল ও ডেপুটেশান

SSC দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীকে দেওয়া হলো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ ! সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন বিরোধী পক্ষের।

Malda fire:ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত ২ পরিবার

বাংলার রাজ্যপাল পদে শপথ নিলেন সি ভি আনন্দ বোস

বাজি ফাটাতে গিয়ে আগুন লেগে মৃত্যু হল এক ছাত্রীর।