Newsbazar 24:: মালদহ জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলার সাধারণ নাগরিকদের সচেতন করতে ট্যাবলোর উদ্বোধন করা হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ট্যাবলোর সূচনা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক। এছাড়াও এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকেরা।
। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানান, এদিন বিশ্ব এইডস দিবস। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এই দিনটি পালন করা হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। আজ একটি ট্যাবলো উদ্বোধন করা হলো এই ট্যাবলো মালদা জেলার বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে আগামী ১৫ দিনব্যাপী মানুষকে সচেতন করবেন এইডস সম্পর্কে। এ ছাড়াও এই উপলক্ষে এইডস সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারনা দূর করতে পথনাটিকার ব্যবস্থা করা হয়।