Newsbazar 24:মঙ্গলবার মালদহ জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্রের ভাকরি অঞ্চলের হারোহাজরা গ্রামে জলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। শোকসন্তপ্ত মৃত দুই শিশুর পরিবারের সাথে দেখা করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মাননীয় বিধায়ক আব্দুর রহিম বক্সি।
বৃহস্পতিবার দুপুরে মৃতদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আর্থিক সাহায্য করেন বিধায়ক আব্দুর রহিম বক্সি। সাথে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত,গত মঙ্গলবার মালদহের চাঁচল থানার দক্ষিণ হারোহাজরা গ্রামে জলে ডুবে মৃত্যু হয় দুই শিশুর।গ্রামের পাশে একটি ইটভাটার খাদে পড়ে মৃত্যু হয়।
বিধায়ক আব্দুর রহিম বক্সি পরিবারটি সাথে দেখা করে বলেন, মর্মান্তিক ঘটনা ঘটেছে।এইভাবে দুই শিশুর প্রান যাবে ভাবা যায়না।মৃতদের পরিবারগুলো দুস্থ।আমরা তাদের পাশে থাকব।