Friday , 21 April 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:গ্রীষ্মের তীব্র তাপদাহে জল যন্ত্রণার এক করুণ ছবি মালদহের এক আদিবাসী গ্রামে

প্রতিবেদক
kartik pal
April 21, 2023 4:57 pm

Newsbazar 24:তীব্র দাবদাহে পানীয় জল যন্ত্রণার ছবি এক আদিবাসী গ্রামে। প্রখর রৌদ্রতাপে এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে কলসি মাথায় করে পানীয় জল আনতে হচ্ছে। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা।
গত কয়েকদিন ধরে মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলাজুড়ে চলছে ভয়ঙ্কর তাপপ্রবাহ । তাপমাত্রা ঘোরাফেরা করছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, এই পরিস্থিতি আরো কয়েকদিন ধরে চলবে। এই তীব্র তাপদাহের মধ্যে দূরের গ্রাম থেকে পানীয় জল আনতে হচ্ছে আদিবাসী মহিলাদের । দীর্ঘ এক দেড় মাসের মত হয়ে গেল তাঁদের এভাবেই জল সংগ্রহ করতে হচ্ছে ।
ঘটনাটি পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের মহিষবাথানি গ্রামে। এই গ্রামে প্রায় ১০০ থেকে ১৫০ পরিবারের বাস সকলেই আদিবাসী সম্প্রদায়ের গরিব মানুষ। দিনমজুরের কাজ ও পরের জমিতে খেটে তাদের সংসার চলে। তাই জল কিনে খাওয়ার কথা তাদের মাথায় আসেনা। কোন এক সময়ে মালদহের কোন সহৃদয় ব্যক্তি ওই গ্রামে একটি সাবমারসিবল পাম্প বসিয়ে দিয়েছিলেন। সেই সাবমারসিবল এর জল খেয়ে তাদের দিন চলত। কিন্তু প্রায় মাস দু আড়াই হতে চলল সেটি খারাপ হয়ে যাওয়ায় তারা তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন। ইতিমধ্যে তাদের গ্রামবাসীদের পক্ষ থেকে ওই পান্তি সারিয়ে দেওয়ার জন্য প্রধানের কাছে বারবার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু তীব্র গরম পড়ে গেলেও সেই পাম্পটি সারাবার কোন উদ্যোগ প্রধান গ্রহণ করেননি বলে তাদের অভিযোগ
গ্রামের আদিবাসী মহিলা শ্যাম সোরেন জানান গ্রামের সাবমার্সিবল পাম্পটি খারাপ হয়ে গিয়েছে বারবার বলা সত্ত্বেও পামটি ঠিক করা হয়নি। পানীয় জলের অন্য কোন ব্যবস্থা না থাকায় এই তীব্র রোদে পাশের গ্রাম থেকে জল মাথায় করে বয়ে নিয়ে আসতে হচ্ছে। তীব্র গরমে গ্রামের পুকুর গুলো শুকিয়ে গিয়েছে।
পাম্পটি সারাবার জন্য গতকাল বৃহস্পতিবার প্রধানকে আবারও জানানো হয়েছে। প্রধান শুধু বলছে, দেখছি করে দেব।
গ্রামের অধিবাসী চন্দন মূর্মু রীতিমত ক্ষোভের সাথে জানান,সাবমার্সিবল পাম্প খারাপ হয়ে গিয়েছে। বিষয়টি লিখিতভাবে পঞ্চায়েতকে জানানো হয়েছে প্রায় দেড় মাস হয়ে গেল । এখনও ব্যবস্থা নেয়নি । প্রধান বলছে, আগে দেখব তারপর ঠিক করব। কিন্তু আজ পর্যন্ত প্রদানের দেখা হয়ে ওঠেনি। এই অবস্থায় আমাদের প্রায় এক দেড় কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে । শুধু পানীয় জল নয়, বাড়ির কাজকর্মের জলও অনেক দূর থেকে আনতে হচ্ছে । এত গরমে দূর থেকে জল আর আনা যাচ্ছে না। নেতাদের আশ্বাস বারে বারে শুনছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। খুব দ্রুত যদি সাবমার্সিবল পাম্পটা ঠিক না-করা হয়, তবে আমরা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হব।
এ নিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান লক্ষ্মীরাম হাঁসদার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা ব্যাপারটা দেখছি। প্রায় দেড় মাস হয়ে গেল কেন ব্যবস্থা নেওয়া হলো না এ প্রশ্নের তিনি কোন জবাব দেননি।। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি বলেন, “এব্যাপারে আমার কাছে লিখিতভাবে কোনও অভিযোগ আসেনি । তবে এক্ষেত্রে যেহেতু পানীয় জলের সমস্যা প্রয়োজনে বিডিওর সঙ্গে কথা বলে এবং পঞ্চায়েত সমিতির তহবিল থেকে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

কুলটির বিজেপির বিধায়ক অজয় পোদ্দার হঠাৎই হাজির আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে

অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি 

নববধূকে আনতে গিয়ে ‘মনখারাপ’ স্বামীর, বাড়ি ফিরে সুতির যুবকের মৃত্যু

Malda Road Accident:মালদহে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু তিন ব্যক্তির

Tragic incident:আবারও এক অমানবিক ঘটনা , টাকার অভাবে এম্বুলেন্স মেলেনি ব্যাগে করে মৃতদেহ নিয়ে বাসে এলেন পিতা !

Malda news: পুলিশ দিবসে শীততাপ নিয়ন্ত্রিত মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ি র নব রূপে উদ্বোধনে পুলিশ সুপার

Dipabali Maharat Trading: মুহূর্ত ব্যবসা শুরু করার আগে কোন বিষয়গুলো জানতে হবে

মালদহের হবিপুর থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতা র‍্যালি।

Asian Championship Hockey:জাপানকে উড়িয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

বেশি টাকা নিয়ে নিত নাতি-নাতনি, ৯২ বছরে স্কুলে গেলেন বৃদ্ধা