Saturday , 1 April 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:গাজোলে ছাত্রী ধর্ষণের ঘটনায় বচসায় কেন্দ্র এবং রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা, রণক্ষেত্র এলাকা

প্রতিবেদক
kartik pal
April 1, 2023 5:08 pm

Newsbazar24: ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে বচসায় জড়ালেন কেন্দ্র এবং রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। এই ঘটনায় নির্যাতিতার বাড়ির সামনে রাজ্যের শাসক এবং বিরোধী দলের সমর্থকদের মধ্যে হাতাহাতিতে রণক্ষেত্রে পরিণত হল এলাকা।
এদিন সকালে মালদায় এসে পৌঁছন কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল। মালদা সার্কিট হাউস থেকে আটটা নাগাদ গাজোলের উদ্দেশ্যে রওনা দেন তারা। গাজোলে পৌঁছে তারা নির্যাতিতা ছাত্রীর বাড়িতে ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হন বলে অভিযোগ। এদিন তাদের সাথে ছিলেন ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী উত্তর মালদা সংগঠনিক জেলা মহিলা মোর্চা সভানেত্রী সন্ধ্যা চৌধুরী ও গাজোল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। তাদেরকে হেনস্থা করা হয় এবং জুতো দিয়ে মারতে উঠেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী সাগরিকা সরকার বলে অভিযোগ তাদের। প্রতিবাদে তারা সকলেই ঘটনাস্থলেই ধর্নায় বসেন। পাশাপাশি রাজ্যের প্রতিনিধি দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। সেই খবর পেয়ে সদলবলে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার। তিনি সেখানে পৌঁছনোর পর দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরিকা-সহ তৃণমূলের সদস্যেরা যখন সেখানে পৌঁছন, তখন কেন্দ্রীয় শিশু সুরক্ষার দল নির্যাতিতার বাড়ির ভিতরে ঢুকেছিল। তত ক্ষণে বেরিয়ে এসেছিলেন রাজ্যের শিশু সুরক্ষার কমিশনের প্রতিনিধিরা। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মী-সমর্থকদের দিকে সদলবলে ঝাঁপিয়ে পড়েন সাগরিকা। দু’পক্ষই একে অপরের দিকে কিল-চড়-ঘুষি চালাতে থাকে। জুতো হাতে নিয়ে বিজেপি কর্মীদের শাসাতেও দেখা যায় সাগরিকাকে। তবে পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিনা প্ররোচনায় প্রথম ঝামেলার সূত্রপাত করার অভিযোগে সাগরিকাকে বাঁশ দিয়ে তাড়াও করতে দেখা যায় গ্রামবাসীদের। পুলিশের সঙ্গেও ধাক্কাধাক্কি শুরু হয় স্থানীয়দের। স্থানীয়রা তাড়া করায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান সাগরিকা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বিনা প্ররোচনায় গন্ডগোল পাকানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গাজোল থানায় লিখিত অভিযোগ জানাবেন প্রশাসন স্বচ্ছ বিচার না করলে পরবর্তীতে তারা কঠোর ব্যবস্থা নিবেন বলে জানান উত্তর মালদা সংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী ছন্দা চৌধুরী ।
প্রসঙ্গত দিন দশ আগেই মালদার গাজোলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলের মধ্যেই ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই নিয়েই তদন্ত করতে শনিবার সকালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের। কিন্তু তার প্রায় আধ ঘণ্টা আগেই সেখানে পৌঁছয় রাজ্যের প্রতিনিধি দল।
অভিযোগ, নির্যাতিতার বাড়ির সামনে পৌঁছে সুদেষ্ণা এবং রাজ্য কমিশনের বাকিদের ‘গেট আউট’ বলে বাইরে বেরিয়ে যেতে বলেন কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন প্রিয়ঙ্কা। নির্যাতিতার পরিবারের সঙ্গে আলাদা করে কথা বলতে চান বলেও তিনি জানান। কেন ঘটনার ১০ দিন পেরিয়ে যাওয়ার পর রাজ্যের দল সেখানে এসেছেন, সেই প্রশ্নও তোলেন । তিনি জানান, রাজ্যের দল যত ক্ষণ না বাইরে বেরোচ্ছেন, তত ক্ষণ তিনি বাড়ির ভিতরে ঢুকবেন না। অন্য দিকে, সুদেষ্ণার দাবি, এই বিষয়ে রাজ্য এবং কেন্দ্রের কমিশনের এক সঙ্গে কাজ করার কথা থাকলেও বার বার বাধা সৃষ্টি করছেন কেন্দ্রীয় দলের সদস্যরা।
অন্য দিকে, সুদেষ্ণার দাবি, এই বিষয়ে রাজ্য এবং কেন্দ্রের কমিশনের এক সঙ্গে কাজ করার কথা থাকলেও বার বার বাধা সৃষ্টি করছেন কেন্দ্রীয় দলের সদস্যরা।
প্রিয়ঙ্কা বলেন, ‘শুক্রবারের পর শনিবারও কেন্দ্রীয় কমিশনের কাজে বাধা দিচ্ছে রাজ্য। নির্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে আলাদা করে কথা বলতে দেওয়া হচ্ছে না। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব চান না যে নিরপেক্ষ ভাবে তদন্ত হোক। এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে শিশু কল্যাণ সমিতির অফিস রয়েছে। কিন্তু ওরা এসেছেন ১০ দিন পর। কিছু না কিছু লুকানো হচ্ছে। বাংলার কথা দিল্লি পর্যন্ত যাতে না পৌঁছয় তাই বাধা দেওয়া হচ্ছে। কাল তিলজলাতেও একই জিনিস হয়েছে। আমাদের ঢুকতে না দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব।”

তবে এর কিছু ক্ষণ পর নির্যাতিতার বাড়ি থেকে বাইরে বেরিয়ে যান সুদেষ্ণা এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের বাকি আধিকারিকেরা। কথা বলতে ভিতরে ঢোকেন কেন্দ্রীয় দল। ভিতরে ঢোকেন কেন্দ্রীয় দল। সেই সময়ই মারামারি বাধে তৃণমূল এবং বিজেপি কর্মীসমর্থকদের মধ্যে।
, শুক্রবার তিলজলায় মৃত শিশুর বাড়ির সামনে একই ভাবে তরজায় জড়িয়েছিলেন কেন্দ্র এবং রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। সেখানেও সুদেষ্ণার বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ আনেন প্রিয়ঙ্ক। পাল্টা সুদেষ্ণার অভিযোগ ছিল, প্রিয়ঙ্ক অভব্য আচরণ করছেন এবং শিশুর পরিবারকে উসকানি দিচ্ছেন।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

বসিরহাটের প্রার্থী রেখাকে নির্বাচনী প্রচারে বাধা, লাঠি নিয়ে তাড়ানোর অভিযোগ, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন!

হোলি উৎসবে মাতলেন ব্যারাকপুরের প্রাক্তন ও বর্তমান সাংসদ

পশ্চিম বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা “মার্ক” এর উদ্যোগে রতুয়া ব্লকের আড়াই ডাঙ্গায় দুস্থ পরিবারে ত্রান বিলি

অজানা জ্বর নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন স্বাস্থ্যভবনের আধিকারিকরা। জেলা গুলিকে দেওয়া হলো নতুন নির্দেশ

মালদহে গতকাল বুধবার রাত পর্যন্ত নতুনভাবে করোনা সংক্রামিত হয়েছেন ১৭জন ।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকাকে খুনের অভিযোগ উঠল বৌদি ও ভাইপোর বিরুদ্ধে

Malda:আদিত্য ডান্স এন্ড কালচারাল সোসাইটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

কোচবিহারে আলু চাষ নিয়ে সংকটে আলু চাষীরা

kolkata durga puja : কলকাতার দুর্গাপুজোতে এবার থিম প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে

সেলিমের উপরেই আস্থা রাখলেন দল