Newsbazar24:পৃথক কামতাপুর রাজ্য গঠন এবং কামতাপুরি ভাষার স্বীকৃতির দাবিতে পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ জুড়ে কামতাপুরীদের বিভিন্ন সংগঠনের মিলিত সংগঠন কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের উদ্যোগে উত্তরবঙ্গের ময়নাগুড়ি স্টেশনের মতই মালদহে রেল রোকো আন্দোলনের কর্মসূচি ছিল মঙ্গলবার। ঘোষণা ছিল মালদহের একলাখি স্টেশনেও রেল রোকোর। কামতাপুরীদের রেল অবরোধের কর্মসূচি ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় মালদহের একলাখী স্টেশনে। সকাল থেকেই স্টেশন চত্বরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। স্টেশনের প্ল্যাটফর্মে তল্লাশির কাজে লাগানো হয় ডগ স্কোয়াডকেও। তবে বেলা গড়িয়ে গেলেও স্টেশনের আশেপাশে দেখা যায়নি রেল অবরোধ সমর্থকদের। সূত্রে জানা যায়, আন্দোলনকারীদের গতিবিধির ওপর নজরদারি শুরু করেছিল পুলিশ আগে থেকেই।
এদিন ভোর থেকে একলাখী স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী থাকায় ফলে মালদহে এদিন ট্রেন চলাচল ছিল কার্যত স্বাভাবিক। কামতাপুরী স্টেট ডিমান্ড ফোরামের কর্মসূচির কোনও প্রভাবই পড়েনি মালদহে।
তবে ময়নাগুড়ি স্টেশনে দীর্ঘক্ষণ রেল অবরোধের জেরে কলকাতামুখি ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। হাওড়া ও শিয়ালদহগামী ট্রেনগুলি মালদহে পৌঁছায় নির্দিষ্ট সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে। ফলে খানিকটা সমস্যায় পড়েন রেল যাত্রীরা। উত্তরবঙ্গ জুড়ে রেল চলাচল স্তব্ধ করাই ছিল মূল লক্ষ্য সংগঠনের। পাশাপাশি পুলিশ সক্রিয় ছিল । কর্মসূচির জেরে রেল চলাচলে যাতে কোনওরকম বাঁধা সৃষ্টি না হয়, এজন্য মালদহের গাজোল, হবিবপুর-সহ একাধিক জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
তবে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ ভয় ভিত্তি প্রদর্শন ও বাঁধা সৃষ্টি করেছে বলে অভিযোগ তোলেন কামতাপুর নেতৃত্ব।