Newsbazar 24:পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে শাসকদলের মতো বিরোধী বিজেপি ও ময়দানে নেমে গেছে। আগামী ২৭ মে হবিবপুরের কেন্দপুকুর হাই স্কুল মাঠে সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর। পাশাপাশি ওই একই দিনে মানিকচকেও সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। হবিবপুরে সভার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। এই সভায় হবিবপুর বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি কর্মীরা জমায়েত হবে। তারই প্রস্তুতি চলছে, জোর কদমে, চলছে মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতির কাজ। জেলা বিজেপি সূত্রে জানা যায় আগামী ২৭ তারিখ মালদার হবিবপুর ও মানিকচকে বিরোধী দলনেতার জনসভা রয়েছে। মানিকচকের সভার অনুমতি দেওয়া হলেও হবিবপুরের জনসভার অনুমতি বাতিল করা হয়েছে।
জানা গেছে ১৮ মে থানায় সভার অনুমতি চেয়ে আবেদন করেছিল বিজেপি নেতৃত্ব। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্তের অভিযোগ, ১৯ তারিখ সভার অনুমতি দিয়েছিল পুলিশ। বুধবারই সভায় মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়েছে মহকুমা শাসকের তরফে। আচমকাই বুধবার রাতে হবিবপুর পুলিশ জানায়, সভার অনুমতি বাতিল করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে যেহেতু একই দিনে মানিকচকে সভা রয়েছে বিরোধী দলনেতার তাই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব নয় ।তাছাড়া পুলিশের দাবি, যেখানে সভা হবে সেই জমির মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। ক্ষুব্ধ মালদা বিজেপির মালদা জেলা কমিটির নেতৃত্ব বৃহস্পতিবারই সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে। পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রতাপ সিং বলেন,সমস্ত নিয়ম মেনে অনুমতিপত্র জন্য আবেদন করা হয়েছিল প্রথমে অনুমতি দেওয়া হলো রাতারাতি অনুমতি বাতিল করা হয়েছে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।
এ নিয়ে তৃণমূলের মালদা জেলার সহ-সভাপতি দুলাল সরকার বলেন, বিজেপি সঠিক ভাবে আবেদন করতে পারেনি আর সেই কারণেই বাতিল হয়েছে।