Newsbazar 24:- মালদহ জেলায় শহর থেকে গ্রামাঞ্চল বেশ কিছু কালীপুজো ঐতিহ্য বহন করে। জেলার ঐতিহ্যবাহী কালীপূজা হবিবপুর ও বামন গোলায় বেশি হয়ে থাকে। জেলা সদর শহর থেকে প্রায় ৫০কিলোমিটার দূরে অবস্থিত বামনগোলা ব্লক।বামনগোলা ব্লকের ঐতিহ্যবাহী কালীপূজা পাকুয়াহাট আদি শ্যামা কালি।যা পাকুয়াহাট হাটখোলায় অবস্থিত এই মায়ের স্থায়ী মন্দির ।আজ থেকে প্রায় ২০০ বছরের আগে থেকেই এই শ্যামা কালি পূজা হয়ে আসছে।জানা যায় বহুবছর আগে জমিদাররা এই পূজার সূচনা করেন। পরবর্তীতে ওই জমিদারদের জমিদারি চলে যাওয়াতে পরে পাকুয়াহাটের ৯টি গ্রামের মোড়লদের হতে শ্যামা কালি পুজা দিয়ে দেওয়া হয়।তারপর থেকে ঐ ৯টি গ্রামের মানুষ যৌথভাবে এখন পর্যন্ত পুজো করে আসেন। প্রতিবছর বেশ জাকজমক করে পূজা হয়।
এই শ্যামা কালীপুজো ঘিরে অনেক কাহিনী রয়েছে। জানা গেছে সাধারণ মানুষ মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। পূজা শেষে পরদিন ভোর বেলা মাকে বিসর্জন দেওয়া হয়। এই শ্যামা কালি আকারে ছোট হলেও খুব জাগ্রত। প্রতিবছর যাদের মানত থাকে তারা ছোট ছোট কালি বানিয়ে নিয়ে আসে। এ শ্যামা কালীপূজোয় পাঠা বলি প্রচলিত রয়েছে। প্রতিবছর প্রায় ২০০০ পাঠা বলি হয় এই মন্দিরে।