Wednesday , 19 October 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda Kalipuja:পুরনো রীতি মেনে উত্তর বঙ্গের সর্ববৃহৎ কালীপুজো বুলবুল চন্ডি বাজারে

প্রতিবেদক
kartik pal
October 19, 2022 3:41 pm

Newsbazar 24:- থিমের চমক নয়। পুরানো রীতি মেনেই উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ কালী পুজো হচ্ছে মালদহ জেলার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীতে। এখানকার বড় কালী উচ্চতায় প্রায় ৪২ ফুট ৷ তবে এবারই প্রথম নয়। স্থায়ী মন্দিরে বড় কালী পুজো হচ্ছে গত ৭৩ বছর ধরেই। এই পুজো দেখতে হাজির হয় বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী জেলার লক্ষাধিক মানুষ।
১৩ দিন ধরে চলে বৃহৎ কালী মায়ের পুজো ও মেলার।এবার এই পুজো ৭৪ তম বর্ষে। পুজোর প্রস্তুতি চলছে। কালী মা’র মূর্তি গড়ার কাজ চলছে। পুজোকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে আবেগ জড়িয়ে রয়েছে। সারাবছর ধরে এই দিনটির জন্য তাঁরা অপেক্ষা করে থাকেন। বাইরের একাধিক জেলার ভক্তদের ব্যাপক উৎসাহ এই পুজোকে কেন্দ্র করে। মূর্তির কাঠামোকে নদীর জলে স্নান করিয়ে এনে পুজো দিয়ে শুরু হয় এই বৃহৎ কালী পূজার প্রস্তুতি।
পুজোর সময় মায়ের বিরাট রূপ এক পলক দেখার জন্য প্রতিদিন অগণিত ভক্ত এখানে চলে আসেন। বিশেষ করে সন্ধ্যার পর থেকে মণ্ডপ সংলগ্ন চত্বর জুড়ে লাইন দিয়ে ভক্তরা প্রতিমা দর্শন করেন। দর্শনার্থীদের আনন্দ দিতে নালাগোলা রাজ্য সড়কের ধারে বুলবুলচণ্ডী গ্রাম সদর জুড়ে আলোকসজ্জা দিয়ে গোটা এলাকা মুড়ে ফেলা হয়। উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গের সব চাইতে বড় মা কালী পূজিতা হন এখানে। এরকম বড় মেলা আর কোনও জেলাতে দেখা যায় না। বাইরে থেকে প্ৰচুর ব্যবসায়ীরা এখানে এসে দোকান করেন। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, এবারে পুজোর বাজেট ১২ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে।
প্রসঙ্গত, বুলবুলচণ্ডীতে অতীতে বড় আকারে কালী পুজো হতো না। তাই ১৯৪৯ সালে স্থানীয় এলাকার ত্রিবেণী সিংহ, যামেনী দূবে, কানু রায়, অজয় চক্রবর্তী, বীরেন সিংহ এই পাঁচজন যুবক মিলে কালীপুজো শুরু করেন। আগে মায়ের আকৃতি ছোট ছিল। পুজোর নিয়ম ছিল প্রতি বছর মায়ের উচ্চতা ১ ফুট করে বাড়বে। তা বাড়তে বাড়তে আজ এই ৪২ ফুট উচ্চতায় এসে দাঁড়িয়েছে। কিন্তু নানা কারণে পরবর্তীতে মায়ের মূর্তির উচ্চতা বাড়ানো বন্ধ করে দেওয়া হয়। তবে পুজোর সব ঐতিহ্য এখনও একই বজায় রয়েছে। বর্তমানে কমিটির সদস্য সংখ্যা ৩৭ এর বেশি। ।
বুলবুলচণ্ডী পুজো কমিটির সভাপতি প্রশান্ত রায় ও সহ সভাপতি বিনোদ প্রসাদ বলেন,মায়ের উচ্চতা ৪২ ফুট। আগে নিয়ম ছিল প্রতি বছর বৃদ্ধি পাবে। কিন্তু পরবর্তীতে নানা কারণে সবাই মিলে মায়ের মূর্তির উচ্চতা আর বাড়ানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মায়ের পুজোর নিয়ম সব একই রয়েছে। ১৩ দিন সকাল ও সন্ধ্যায় মায়ের পুজো নিষ্ঠার সঙ্গে করা হয়। ১৪ দিনে মায়ের বিসর্জন হয়। বৃহৎ আকারে মায়ের পুজো ও মেলা উত্তরবঙ্গের কোথাও হয় না।
কমিটির সম্পাদক পীযুষ মণ্ডল বলেন, পুজোর বাজেট ১২ লক্ষ টাকা। আলোকসজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। পুজোয় বিসর্জনের ঐতিহ্য রয়েছে। বড় মা’কে ভক্তদের প্রচেষ্টায় মন্দির থেকে বের করা হয়। তা দেখতে ব্যাপক ভিড় হয়। এক কথায়, বুলবুলচণ্ডী কালীপুজো মানেই সবার আবেগ।
হবিবপুর ব্লকের অন্তর্গত বুলবুলচণ্ডী বাজার এলাকার বিশালাকৃতির কালী জেলার অন্যতম একটি কালীপুজো হিসাবে পরিচিত৷বর্তমানে নির্মিত স্থায়ী মণ্ডপে প্রায় ৩৫ হাত উঁচু দেবী পূজিতা হন৷পুজো উপলক্ষ্যে এখানে মেলা বসে৷এখানে বলিদান প্রথা নেই৷প্রায় ১০ দিন দেবী এই স্থায়ী মণ্ডপে অবস্থান করেন৷
পাশাপাশি বুলবুল চন্ডিতে আরেকটি পুজোর কথা না বললে এই বড়কালীন পুজোর ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। এখান থেকে সামান্য কিছু দূরে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালের নিকট আরও একটি কালীপুজো হয়৷স্থানীয় বাসিন্দারা বলেন, এই দেবী কালী হলেন বুলবুলচণ্ডী বাজারে অবস্থিত কালীর ছোটো বোন৷এখানে অবশ্য বলিপ্রথা আছে৷ এর আগে পূজার ৭ দিন পরে নিরঞ্জনের দিন শোভাযাত্রা সহকারে ছোটো বোনকে বড়ো বোনের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যাওয়া হত, কিন্তু বাজারে স্থান সংকুলানের কারণে দুই বোনের দর্শন প্রথা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে৷
মালদহ থেকে কার্তিক পালের প্রতিবেদন।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় বাজেট সম্পর্কে কে কি প্রতিক্রিয়া জানিয়েছেন পড়ুন

আজ সোমবার থেকে গ্রিন জোনে খুললো দোকান ,সেলুন, গাড়ি

মালদহের নাট্যকার সুব্রত রায়ের স্মৃতিবিজড়িত নাট্য দিনগুলোর ৩৫ তম পর্ব।।

পূজার সময় বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন ভিম্ন সাজ

সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে শালবনিতে যাচ্ছেন সৌরভ – সূত্রের খবর

বিশ্ব এইডস দিবস উপলক্ষে মালদহ জেলায় লোক শিল্পীদের মাধ্যমে সচেতনতা প্রচার অভিযান।

Malda news:শুরু হল ৩৫ তম মালদা জেলা বইমেলা, উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিতর্ক !

Rocket attack on ukrane:-রাশিয়ার রকেট হামলা ইউক্রেনের ক্রামতোর্স্ক রেলস্টেশনে, নিহত ৩৯ আহত ৮৭।

বর্ধমানের অধিষ্ঠাত্রি দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে ৯ জন কুমারিকে নিয়ে ‘নবকুমারী পুজো’

Malda: পঞ্চায়েতে সাধারণ সভা চলাকালীন প্রধান ও সরকারি কর্মচারীকে প্রাণে মারার হুমকি