Monday , 21 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda Football:আন্তজেলা অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মালদা জেলা দল

প্রতিবেদক
kartik pal
August 21, 2023 5:55 pm

মালদা:৪(রনি মন্ডল-২,বীত শংকর রায় ও পঙ্কজ গায়েন :: হাওড়া-০
মালদা জেলা দলের প্রথম গোল
Newsbazar 24: ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন-এর পরিচালনায় এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার এর ব্যবস্থাপনায় আন্ত:জেলা অনূর্ধ্ব-১৫ নক আউট ফুটবল প্রতিযোগিতা ২০২৩এ জয়ী মালদা জেলা ক্রীড়া সংস্থার দল। রবিবার রাত্রে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নৈশকালীন এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মালদা জেলা ক্রীড়া সংস্থা ও ওয়েস্ট বেঙ্গল ডিসটিক স্পোর্টস ফেডারেশনের পতাকা উত্তোলন ও উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিতির মধ্যে দিয়ে খেলা শুরু হয়। খেলার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন,ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সভাপতি সুদীপ বিশ্বাস, ওয়ার্কিং প্রেসিডেন্ট ও আইএফ এর সহ-সভাপতি বিশ্বজিৎ ভাদুড়ী, টুর্নামেন্ট কমিটির কনভেনার ও কোচবিহার ডিসটিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দত্ত, ওয়েস্ট বেঙ্গল ডিস্টিক স্পোর্টস ফেডারেশন এর সম্পাদক দেবব্রত সাহা, মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য তথা ক্রীড়া প্রেমী দুলাল সরকার সহ মালদার অতীতের খেলোয়াড় বৃন্দ।শুরু থেকেই মালদা জেলা দল অসাধারণ ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে। বিশেষ করে মালদা জেলা দলের মাঝমাঠ এবং ফরওয়ার্ড লাইন খুবই সক্রিয় ছিল। এরই ফলশ্রুতিতে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় মালদা জেলা দল। গোল দুটি করেন রনি মন্ডল। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই হাওড়া জেলা দল শোধ করার জন্য মরিয়া প্রচেষ্টা শুরু করেন। তাদের আশায় জল ঢেলে দিয়ে মালদা জেলা দলের বীত শংকর রায় তৃতীয় গোলটি করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন। এরপর কফিনে শেষ পেরেকটি পোতেন সেমিফাইনালের মালদার ম্যান অফ দ্যা ম্যাচ পঙ্কজ গায়েন। হাওড়া জেলা দল মাঝে মাঝে প্রতি আক্রমণে গেলেও গোলের মুখ কিন্তু তারা খুলতে পারেননি। মালদা জেলা দলের অসামান্য ডিফেন্সের জন্য। শেষ পর্যন্ত মালদা জেলা দল হাওড়া জেলা দলকে ৪-০ গোলে পরাজিত করে।
বিজীত হাওড়া জেলা দল
খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে মালদার পঙ্কজ গায়েন। টুর্নামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন কৃষ্ণ বাশফোর। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই এফ এর সম্পাদক অনির্বাণ দত্ত।

উক্ত অনুষ্ঠানে ডিস্ট্রিক স্পোর্টস ফেডারেশনের সভাপতি সুদীপ বিশ্বাস বলেন, এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলার জন্য মালদা জেলাকে বেছে নিয়েছি কারণ মালদা জেলার ক্রীড়া সংগঠকদের অসামান্য দক্ষতা পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অসাধারণ সাংগঠনিক প্রতিভাকে সম্মান জানিয়ে আমরা মালদা জেলায় এই আয়োজনটা করেছি। ক্রীড়া প্রতিভা তুলে আনার জন্য রাজ্যের চারটি জেলায় এই খেলাগুলো অনুষ্ঠিত করেছি সেখানে আমরা ট্যালেন্ট সার্চ করে আইএফএ তে পাঠাবো তারপর আইএফএ তাদের জন্য ব্যবস্থা করবেন। বর্তমানে দেখা যাচ্ছে বেশ কিছু উঠতি প্রতিভাবান খেলোয়াড় খুবই গরীব ঘর থেকে উঠে আসছে এরা অর্থের অভাবে মাঝপথে খেলা ছেড়ে দিচ্ছেন এদের খেলাটাকে চালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই ব্যাপারে একদিকে যেমন সরকারকে এগিয়ে আসতে হবে তেমনি অন্যদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং কর্পোরেট সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে এই প্রতিভাবান খেলোয়াড়দের বাঁচিয়ে রাখার স্বার্থে। তাহলেই আগামী দিনে ভারতীয় ফুটবলে বাংলা পূর্বের ন্যায়ের স্ব মহিমায় বিরাজ করতে পারবে। আই এফ এর সম্পাদক অনির্বাণ দত্ত বলেন, মালদা জেলায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে সংগঠকরা রাজ্য স্তরের কেন জাতীয় স্তরের খেলাও সংগঠিত করতে পারেন। তাই এবার অনূর্ধ্ব ১৫ সাব জুনিয়র জাতীয় স্তরের ফুটবল খেলা মালদায় অনুষ্ঠিত হবে। এখানে আটটি দলের খেলার কথা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় ও বাকি আটটি দলের খেলা হবে। তিনি এদিনের ফাইনাল খেলায় জয়ী হওয়ার জন্য মালদা দলকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন এখান থেকে আগামী দিনে ভারতবর্ষের কিছু ফুটবল খেলোয়াড় উঠে আসবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উপলক্ষে, স্বেচ্ছায় রক্তদান শিবির।

কাঁঠালের বীজের পুষ্টিগুণ অসাধারণ – ফেলে না দিয়ে খাদ্য তালিকায় রাখুন

আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের ২১ জন দুঁদে আইনজীবী, প্রশ্ন সরকার বিচার চান কি?

পশ্চিম বঙ্গে ভারী ঘূর্ণাবর্ত ! হামলা করতে পারে ঘূর্ণি ঝড় ”রিমেল” , বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি

কোলকাতায় ‘এক টুকরো দক্ষিণ ভারত’

‘স্বর্গ কাশ্মীর এখন নরকে পরিণত হয়েছে ‘- সলমন 

গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার প্রাপ্তবয়স্ক বিষধর চন্দ্রবোড়া সাপ।

ভারতবাংলাদেশের আমদানি রপ্তানিতে প্রভাব পড়েনি হিলি চেকপোস্ট এ।

Panchayat Election 2023:দুই জা দুই ফুলে, নির্বাচনী লড়াইয়ে চমক মালদার ভালুকায়

আমাদের উন্নতিও যেন অন্যদের কল্যাণের মাধ্যম হয়ে ওঠে,.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি‌