Wednesday , 18 June 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda crime: পুলিশের জালে এবার ব্রাউন সুগার পাচারকারী বিহারের এক মহিলা

প্রতিবেদক
kartik pal
June 18, 2025 11:59 pm

Newsbazar24:: বেআইনি ব্রাউন সুগার সহ বিহারের এক মহিলাকে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার পুলিশ।
গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার থানার পুলিশ আম বাজার এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ এই মহিলাকে গ্রেফতার করে। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় ৪১৫ গ্রাম বেআইনি ব্রাউন সুগার। যার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারগুলি ওই মহিলা কোথা থেকে এনে এবং সেগুলি কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল সেব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ধৃত ওই মহিলাকে আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মহিলার নাম হাজরা বেগম। বাড়ি বিহারের খাগরিয়া জেলার জামালপুর এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গেছে গতকাল রাতে ওড়নায় মুখ ঢেকে একজন মহিলা ওই বাজারের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় টহলদারি পুলিশ ভ্যানের সন্দেহ হতেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর হাতের একটি ব্যাগ থেকে চারটি ছোট প্লাস্টিকে প্যাকেট ভর্তি ওই ব্রাউন সুগার উদ্ধার হয়।
পুলিশের অনুমান এই মহিলা কালিয়াচক থেকে ব্রাউন সুগার গুলো সংগ্রহ করে বিহারে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

সর্বশেষ - মালদা